মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০ ০০:০০ টা

প্রকাশ্যে ছুরি মেরে শিক্ষার্থীকে হত্যা

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর বাউফলে প্রকাশ্যে বন্ধুর ছুরিকাঘাতে শাওন খন্দকার (২৫) নামে এক কলেজছাত্র খুন হয়েছেন। সদর ইউনিয়নের বিলবিলাস বাজারে গতকাল বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শাওন বিলবিলাস গ্রামের জাকির হোসেনের ছেলে। ঘটনার পর অভিযুক্ত রাজিবকে আটক করেছে পুলিশ। রাজিব উপজেলার মদনপুর ইউনিয়নের মদনপুরা গ্রামের ফয়েজ রাজার ছেলে ও গাজীপুরের টঙ্গী সরকারী কলেজের এমএস বিভাগের শিক্ষার্থী। পুলিশ ও স্বজনরা জানান, শাওন ঈদুল আযহা উপলক্ষে গ্রামের বাড়িতে আসেন। রবিবার সন্ধ্যায় বাজারে একটি দোকানে বসা অবস্থায় শাওনের চোখে টর্চ লাইটের আলো মারে বন্ধু রাজিব। এ নিয়ে দুই বন্ধুর মধ্যে তর্কবিতর্ক হয়। গতকাল বেলা ১১টার দিকে বিলবিলাস বাজারে একটি দোকানে শাওন চা পান খাচ্ছিলেন। এ সময় রাজিব এসে শাওনের পাশে দাঁড়ায়। শাওন তার চোখে টর্চের আলো মারার বিষয়টা জানতে চাইলে রাজিব উত্তেজিত হয়ে সঙ্গে থাকা ছুরি দিয়ে শাওনের গলায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। বগুড়ায় বৃদ্ধা খুন : বগুড়ায় ডাবের পানির সঙ্গে ঘুমের ওষুধ খাওয়ানোর পর গামছা দিয়ে ফাঁস লাগিয়ে বৃদ্ধাকে হত্যা করা হয়েছে। হত্যার পর বাড়ির মালামাল লুট করে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী একজনকে আটক করে পুলিশে দিয়েছে। বগুড়া শহরের মধ্য ধাওয়াপাড়ায় গতকাল এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলের মর্গে পাঠিয়েছে। বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম রেজা জানান, শহরের মধ্য ধাওয়াপাড়ার গোলাম মোস্তফার স্ত্রী শামসুন নাহার ও ছেলে সোহেল রানা বসবাস করতেন।

সোহেল রানার স্ত্রী সন্তান ঈদের পর বেড়াতে যান। গতকাল সকালে সোহেল কর্মক্ষেত্রে গেলে তার মা শামসুন নাহার একা বাড়িতে ছিলেন। বিকাল ৩টায় দুর্বৃত্তরা ওই বাড়িতে ঢুকে ডাবের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ায়। পরে গামছা দিয়ে ফাঁস লাগিয়ে হত্যা করে বলে ধারণা করা হচ্ছে। বৃদ্ধার মৃত্যু নিশ্চিত করে তারা বাড়ির অন্যান্য জিনিসপত্র লুট করতে থাকে।

সর্বশেষ খবর