বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০ ০০:০০ টা

শেরপুরে জমি নিয়ে বিরোধে প্রাণ গেল দুজনের

প্রতিদিন ডেস্ক

শেরপুরে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে মারামারিতে দুজন নিহত হয়েছেন। এছাড়া ছয় জেলায় আরও ছয়টি খুন-লাশ উদ্ধারের ঘটনা ঘটেছে। প্রতিনিধিদের পাঠানো খবর- শেরপুর : নালিতাবাড়ি উপজেলার রাজনগর ইউনিয়নের পশ্চিম বনগাও এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে মারামারিতে গতকাল দুজন খুন হয়েছে। নিহতরা হলেন- ঝিনাইগাতি উপজেলার গৌরিপুর ইউপি সদস্য জয়নাল আবেদিন (৫২) ও নালিতাবাড়ী ইউনিয়নের রাজনগর এলাকার বনগাও আব্দুল কাদেরের ছেলে রিয়াজুল (৫০)। জয়নাল আবেদিন স্থানীয় আওয়ামী লীগ নেতা ছিলেন। বাগেরহাট : শরণখোলা উপজেলার ধানসাগর গ্রামে মঙ্গলবার রাতে পিটিয়ে জাকির জমাদ্দর (৫৩) নামে এক কৃষককে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিহতের স্ত্রী রাতেই সাতজনের নামে মামলা করেছেন। গতকাল পুলিশ শিল্পী ও মাসুমা নামে দুই আসামিকে গ্রেফতার করেছে। বরিশাল : গৌরনদীতে অটোরিকশা চালককে হত্যার পর হাত-পা বেঁধে খালে কচুরিপানার মধ্যে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। নিখোঁজের ৮ দিন পর গতকাল বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীর বার্থী হাইস্কুলের সামনের খাল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত মামুন উজিরপুর উপজেলার বাসিন্দা। গাজীপুর : সিটি করপোরেশনের কোনাবাড়ী উত্তরপাড়া এলাকা থেকে গতকাল নারী পোশাক শ্রমিকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত হাফিজা বেগম (২৮) টাঙ্গাইলের গোপালপুর থানার আবু হানিফার মেয়ে। নারায়ণগঞ্জ : সদর উপজেলার ফতুল্লায় জামাল হোসেন নামে এক সৌদি প্রবাসীকে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল ভোরে ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।  এছাড়া ময়মনসিংহের ভালুকায় পৌরসভার ভাড়া বাসা থেকে জনি মিয়া (১৯) নামে এক যুবকের ও ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফুল বানু (৮১) নামে এক বৃদ্ধার মরদেহ গতকাল উদ্ধার করেছে পুলিশ।

সর্বশেষ খবর