বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০ ০০:০০ টা

নদী পারাপারে বাঁশের সাঁকোই ভরসা তিন লাখ মানুষের

আব্দুর রহমান টুলু, বগুড়া

নদী পারাপারে বাঁশের সাঁকোই ভরসা তিন লাখ মানুষের

বগুড়া দুপচাঁচিয়া উপজেলা সদরের ধাপ-সুখানগাড়ী এলাকায় নাগর নদের উপর একটি ব্রিজের অভাবে দুই উপজেলার প্রায় তিন লাখ মানুষের ভোগান্তির শেষ নেই। প্রায় ১০ বছর ধরে এলাকাবাসী নিজেদের অর্থে বাঁশের সাঁকো তৈরি করে ঝুঁকি নিয়ে নদী পারাপার হচ্ছেন। মাঝে মধ্যেই সাঁকোর বিভিন্ন অংশ খুলে গিয়ে আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে। জানা যায়, হাট-বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান, দৈনন্দিন কর্মকা- ও চিকিৎসার জন্য স্থানীদের যাতায়াতের একমাত্র পথ এই সাঁকো। বিভিন্ন দপ্তরে দাবি জানানোর পরও ওই স্থানে ব্রিজ না হওয়ায় দুর্ভোগ কমাতে গ্রামের লোকজনের ১০ বছর আগে বাঁশের সাঁকো নির্মাণ করেন। নির্মাণের এক বছর পর থেকে প্রায়ই সাঁকোর বিভিন্ন অংশ খুলে যাচ্ছে। আবার সেটি মেরামত করে চলাচল করেন স্থানীয়রা। এই সাঁকোর পাশেই বগুড়া জেলার ঐতিহ্যবাহী ধাপ-সুলতানগঞ্জ হাট। হাটবারে গ্রামের লোকজন ছাড়াও কাহালু, শিবগঞ্জ, কালাই উপজেলার মানুষ পণ্য কেনা-বেচার জন্য এই বাঁশের সাঁকো ব্যবহার করে থাকেন। তাছাড়া প্রতিদিন ঝুঁকি নিয়েই এই সাঁকো দিয়ে সাধারণ মানুষ চলাচল করছেন। কৃষকের পণ্য বহনে সমস্যাসহ রোগী ও শিক্ষার্থীরা বেশি ভোগান্তির শিকার হচ্ছেন। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি এই স্থানে একটি ব্রিজ নির্মাণের। বগুড়ার কাহালু উপজেলার বীরকেদার ইউপি চেয়ারম্যান সেলিম উদ্দিন জানান, তার ইউনিয়নের পাঁচ  গ্রামের লোক এই বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করেন। এখানে একটি ব্রিজ নির্মাণ খুবই জরুরি। এ ব্যাপারে তিনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টিও কামনা করেছেন। তিনি জানান, ব্রিজটি হলে পাঁচ গ্রামের কমপক্ষে ৩ লাখ মানুষের দুর্ভোগ কমবে।

সর্বশেষ খবর