বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০ ০০:০০ টা

‘ফুলবাড়ি চুক্তি’ দ্রুত বাস্তবায়ন দাবি

প্রতিদিন ডেস্ক

রাজশাহীর ‘ফুলবাড়ি চুক্তি’র ছয় দফা দ্রুত বাস্তবায়ন দাবিতে সমাবেশ হয়েছে। ফুলবাড়ি দিবস উপলক্ষে গতকাল নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এ সমাবেশ হয়। তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির রাজশাহী জেলা শাখা মানববন্ধনের আয়োজন করে। ঠাকুরগাঁওয়ে তেল-গ্যাস-খনিজ সম্পদ রক্ষা জতীয় কমিটি জেলা শাখার আয়োজনে শহরের চৌরাস্তা থেকে মিছিল বের হয়ে ঠাকুরগাঁও কেন্দ্রীয় শহীদ মিনার গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভায় বক্তারা বলেন, ১৪ বছর আগে ২৬ আগস্ট ফুলবাড়ির জনগণ বিদেশি কোম্পানি এশিয়া এনার্জির উন্মুক্ত খনন পদ্ধতিতে কয়লা উত্তোলনের বিরুদ্ধে এবং দেশের জাতীয় সম্পদ রক্ষায় জীবন দিয়ে যে প্রতিরোধ গড়ে তুলেছিল আজও তা এ দেশের সম্পদ রক্ষার আন্দোলনে ভূমিকা রাখছে। বরিশালে দিবসটি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি।

সর্বশেষ খবর