শনিবার, ২৯ আগস্ট, ২০২০ ০০:০০ টা

ভোলায় ভাঙা বাঁধ মেরামত সম্পন্ন

ভোলা প্রতিনিধি

অবশেষে আট দিনের দীর্ঘ প্রচেষ্টার পর ভোলায় ভেঙে যাওয়া বাঁধ পরিপূর্ণভাবে মেরামত করা সম্ভব হয়েছে। গতকাল জোয়ারের পানি আর লোকালয়ে প্রবেশ করেনি। তবে টেকসই ও মজবুত করে বাঁধ সংস্কারের কাজ করার দাবি জানিয়েছে এলাকাবাসী। গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায়, বাঁধ মেরামত শেষ হওয়ায় স্বস্তি ফিরে এসেছে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ১২ গ্রামের কয়েক হাজার মানুষের মাঝে। তবে বেশ কয়েকটি স্পটে আংশিক ধসে যাওয়া বাঁধ বালুর বস্তা দিয়ে ঠেকানোর চেষ্টা করা হয়েছে। কোথাও কোথাও বাঁধ ভেঙে এতটাই সরু হয়ে গেছে যে, যে কোনো সময় আবারও জোয়ারের চাপ বাড়লে বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করতে পারে। উল্লেখ্য, ২০ আগস্ট পূর্ব ইলিশায় বাঁধ ভেঙে ১২টি গ্রাম প্লাবিত হয়। এতে কয়েক হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত হয় রাস্তাঘাট ও ঘরবাড়ি। ভেসে যায় পুকুরের মাছ, খেতের ফসল।

সর্বশেষ খবর