রবিবার, ৩০ আগস্ট, ২০২০ ০০:০০ টা

বঙ্গবন্ধু হত্যার বিচার চাওয়া তিন বন্ধুকে সম্মাননা

নাটোর প্রতিনিধি

পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার প্রতিবাদ করায় নাটোরের গুরুদাসপুরে তিন বন্ধুকে দুই বছর ডিটেনশন ও ছয় মাস সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছিল। ওই সময় তাদের পক্ষে কথা বলারও কেউ ছিল না।

শুক্রবার গুরুদাসপুর পৌরসভার মেয়র মো. শাহনেওয়াজ আলী মোল্লার উদ্যোগে চাঁচকৈড় মুক্ত মঞ্চে বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে ওই তিন বন্ধুকে সম্মাননা স্মারক প্রদান করেন পৌর মেয়র শাহনেওয়াজ আলী মোল্লা। গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈড় বাজারে পরিবার পরিজন নিয়ে ওই তিন বন্ধুর বসবাস।

সর্বশেষ খবর