মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

জবানবন্দি প্রত্যাহারের আবেদন ৩ আসামির

ছাত্রী ধর্ষণ ও হত্যার দায় স্বীকার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ভয়ভীতি দেখিয়ে স্বীকারোক্তি আদায় করা হয়েছে বলে আদালতে জবানবন্দি প্রত্যাহারের আবেদন করেছেন তিন আসামি। গতকাল নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালতে ওই আবেদন জানান তারা। আদালত তা গ্রহণ করে নথিভুক্ত করার আদেশ দেন। একই সঙ্গে আদেশে তিন আসামির জামিন ও কিশোরীর স্বামীর রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠাতে বলেন। এর আগে ওই তিন আসিম গণধর্ষণ ও হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছিলেন। আসামি পক্ষের আইনজীবী রোকন উদ্দিন বলেন, ‘অভিযুক্ত আব্দুল্লাহ, রকিব ও খলিলুর রহমান আদালতে তাদের দেওয়া ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহারের আবেদন করেন। এদিকে গত ২৭ আগস্ট এ ঘটনায় দুই কর্মদিবসের মধ্যে ‘কিভাবে মৃত ব্যক্তি জীবিত হলো এবং কেন জীবিত ব্যক্তিকে মৃত করা হলো’ এ বিষয়ে স্বশরীরে আদালতে হাজির হয়ে সদর থানার ওসি আসাদুজ্জামান ও ক্লোজ হওয়া মামলার তদন্ত কর্মকর্তা এসআই শামীম আল মামুনকে লিখিত ব্যাখ্যাসহ কারণ দর্শানোর আদেশ দিয়েছিলেন আদালত। গত ৪ জুলাই নিখোঁজ হয় কিশোরী দিশা মনি। মেয়ে নিখোঁজের প্রায় দুই সপ্তাহ পর ১৭ জুলাই সদর মডেল থানায় জিডি করেন কিশোরীর মা। ৬ আগস্ট থানায় অপহরণ মামলা করেন বাবা। পরদিন ওই মামলায় পুলিশ আব্দুল্লাহ, রাকিব ও খলিলুরকে গ্রেফতার করে পুলিশ। ৯ আগস্ট নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের পৃথক আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন আসামিরা। স্বীকারোক্তিতে তারা জানান, ওই স্কুলছাত্রীকে নৌকায় গণধর্ষণের পর হত্যা করে লাশ শীতলক্ষ্যা নদীতে ভাসিয়ে দিয়েছেন তারা।

সর্বশেষ খবর