শিরোনাম
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

হিলি বন্দর দিয়ে বেড়েছে পাথর আমদানি, ফিরেছে কর্মচাঞ্চল্য

দিনাজপুর প্রতিনিধি

হিলি বন্দর দিয়ে বেড়েছে পাথর আমদানি, ফিরেছে কর্মচাঞ্চল্য

হিলি বন্দরে ট্রেন থেকে খালাস করা হচ্ছে আমদানি করা পাথর -বাংলাদেশ প্রতিদিন

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে সম্প্রতি ভারত থেকে পাথর আমদানি বেড়েছে। একই সঙ্গে বন্দর এলাকায় কমেছে আমদানি করা পাথরের দাম। বেচা-কেনা ভাল হওয়ায় বাড়ছে সরকারের রাজস্ব আয়। বন্দর এলাকায় ব্যবসায়ীদের মধ্যে ফিরেছে কর্মচাঞ্চল্য। স্বস্তি ফিরেছে শ্রমিকদের মধ্যে।

জানা যায়, এক মাস আগে যে পাথর হিলি বন্দরে বিক্রি হয়েছে প্রতিটন ৩৯০০-৪০০০ হাজার টাকায়। সেই পাথর এখন টনপ্রতি ৭০০ টাকা কমে বিক্রি হচ্ছে ৩০০০ থেকে ৩৩০০ টাকায়। হিলি বন্দরের পাথর আমদানিকারকরা জানান, দেশে পাথরের চাহিদা বাড়ায় এখন রেল ও সড়ক পথে আমরা পাথর আমদানি করছি। সম্প্রতি পাথর আমদানি বাড়ায় দাম কমেছে। দাম কমায় ক্রেতা সমাগম ও বেচা-কেনা বেড়েছে। কয়েকজন শ্রমিক জানান, সড়কপথের সঙ্গে রেলপথেও পাথর আমদানি হওয়ায় আমাদের কাজ বেড়েছে। আগে প্রতিদিন ১০০ থেকে ১৫০ টাকা মুজুরি পেলেও এখন তার চেয়ে বেশি পাচ্ছি। হিলি কাস্টমসের সহকারী কমিশনার আব্দুল হান্নান জানান, স্বাস্থ্যবিধি মেনে এই স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি স্বাভাবিক রয়েছে। সম্প্রতি ভারত থেকে পাথর আমদানি বাড়ায় রাজস্ব আদায়ও বেড়েছে। গত এক মাসে ভারত থেকে ৫৭ হাজার মেট্রিক টন পাথর আমদানি হয়েছে। রাজস্ব আদায় হয়েছে তিন কোটি ৫০ লাখ ১০ হাজার টাকা।

সর্বশেষ খবর