মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

ক্ষুদ্র শিল্পে জীবন-জীবিকা

নওগাঁ প্রতিনিধি

ক্ষুদ্র শিল্পে জীবন-জীবিকা

নওগাঁর ধামইরহাটে বাঁশ-বেতের তৈরি নিত্যপ্রয়োজনীয় জিনিপত্র নিপুণ হাতে তৈরি করেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সম্প্রদায়ের লোকজন। গৃহস্থালী কাজে ব্যবহৃত কুলা, ডালা, খৈচালা, মাছ শিকারের খলইসহ বিভিন্ন পণ্য সরবরাহ করেন তারা। বিনিময়ে সামান্য অর্থ পেয়ে তারা খুশি। দক্ষিণ চকযদু মাহালী পাড়া গ্রামের আলব্রিকুশ মারান্ডি ও তার স্ত্রী মিলিনা হেমব্রম বলেন, বাপ-দাদার রেখে যাওয়া এ শিল্পের দুর্দিনেও তারা হাতেগোনা কিছু পরিবার বাঁশ-বেতশিল্পকে আঁকড়ে ধরে আছেন। অনেকে অন্য পেশায় গেলেও পূর্বপুরুষের এই পেশাকে কিছুতেই ছাড়তে পারেননি তারা। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গণপতি রায় বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠি বা মাহালী সম্প্রদায় হিসেবে যারা পরিচিতি, আবেদন পেলে তাদের জন্য স্বল্প সুদে ঋণসহ সব সুবিধা প্রদানের ব্যবস্থা করা হবে।

সর্বশেষ খবর