মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

শেখ হাসিনার গাড়িবহরে হামলায় জড়িতদের দ্রুত বিচার দাবি

সাতক্ষীরা প্রতিনিধি

২০০২ সালের ৩০ আগস্ট সাতক্ষীরার কলারোয়ায় শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলা দ্রুত নিষ্পত্তি ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে মানববন্ধন হয়েছে। সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ গতকাল শহরের নিউ মার্কেট চত্বরে এ কর্মসূচি পালন করে। জেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা মুনসুর আহম্মেদের সভাপতিত্বে বক্তৃতা করেন নজরুল ইসলাম, শেখ সাহিদ উদ্দিন, অ্যাড. ওসমান গনি, শাহজাহান আলী, মনিরুজ্জামান মনি প্রমুখ। বক্তারা বলেন, ২০০২ সালের ৩০ আগস্ট সকাল ১০টায় তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা চন্দনপুর ইউনিয়নের এক মুক্তিযোদ্ধার স্ত্রীকে দেখতে সাতক্ষীরা সদর হাসপাতালে আসেন। সেখান থেকে যশোর ফেরার পথে কলারোয়া উপজেলা বিএনপি অফিসের সামনে বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা তার গাড়ি বহরে হামলা চালায়।

সর্বশেষ খবর