মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

যানবাহনের চাপে দৌলতদিয়ায় ভোগান্তি

রাজবাড়ী প্রতিনিধি

মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌ-রুটে পদ্মার তীব্র স্রোত ও নাব্য সংকটের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে।

এছাড়া, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর অংশে কাজ চলায় যান চলাচলে ধীর গতি দেখা গেছে। এসব কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়া প্রান্তে গাড়ির চাপ বেড়েছে। অনেক গাড়ি দুই থেকে তিন দিন অপেক্ষা করেও পার হতে পারছে না।

গতকাল দুপুরে সরজমিনে দেখা যায়, দৌলতদিয়া ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের দুই কিলোমিটার যাত্রীবাহী বাস ও ট্রাকের সারি। এদিকে, যানবাহনের চাপ কমাতে গোয়ালন্দ-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গোয়ালন্দ মোড়ে পরিবহন আটকে দিচ্ছে রাজবাড়ী জেলা পুলিশ। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৭টি ফেরি চলাচল করছে। তীব্র ¯্রান্ডেত ও নাব্য সংকটে শিমুলিয়া-কাঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এ কারণে দৌলতদিয়ায় যাত্রী ও চালকদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

সর্বশেষ খবর