বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

ভাঙনকবলিতদের আশ্রয়স্থল কাজীপুরের গুচ্ছগ্রাম

আবদুস সামাদ সায়েম, সিরাজগঞ্জ

ভাঙনকবলিতদের আশ্রয়স্থল কাজীপুরের গুচ্ছগ্রাম

ত্রাণ নিচ্ছে গুচ্ছগ্রামের আশ্রয় নেওয়া বন্যাকবলিতরা -বাংলাদেশ প্রতিদিন

নদীভাঙন কবলিতদের জন্য কাজিপুর উপজেলার গান্ধাইলে নির্মাণ করা হয়েছে গুচ্ছগ্রাম। সর্বস্ব হারানো প্রায় অর্ধশত পরিবার বাস করছেন ওই গ্রামে। গত কয়েক বছরে শতাধিক মানুষকে স্বাবলম্বী করা হয়েছে। পুনর্বাসন করা হয়েছে আরও শতাধিক মানুষকে। মানুষকে সহায়তা করতে গড়ে তোলা হয়েছে ভয়েস অব কাজিপুর নামে স্বেচ্ছাসেবী সংগঠন। ৩০ বছর আগে বসতভিটা হারানো প্রকৌশলী সাখাওয়াত হোসেন নিজ অর্থায়নে এসব কার্যক্রম পরিচালনা করছেন বলে জানা গেছে। তার বাড়ী কাজিপুর শুভগাছা ইউনিয়নের দোয়েল গ্রামে। প্রায় ৩০ বছর আগে তাদের বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে যায়। তিনি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করে বর্তমানে শেলসাম ট্রেডিং কোম্পানি লিমিটেডের কান্ট্রি ম্যানেজার হিসেবে কর্মরত আছেন। নিজেও বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন। ২০১০ সাল থেকে তিনি ভাঙনকবলিত মানুষের জন্য কাজ করছেন। তিনি শতাধিক বেকারকে চাকরি এবং নগদ অর্থ দিয়ে সহায়তা ও সিএনজি, অটোভ্যান, নৌকা, মুদি দোকান, টেইলার্স, সেলাই মেশিন কিনে দিয়ে স্বাবলম্বী করে তুলছেন। শতাধিক কন্যা দায়গ্রস্ত পিতাকে সহযোগিতা করে বিয়ের ব্যবস্থা করেছেন। কাজিপুরের বাংলা মার্কাস মসজিদ নির্মাণ করেছেন। নিজগ্রামে কবরস্থানের জন্য কয়েক বিঘা জমি দিয়েছেন। ভয়েস অব কাজিপুরের সাধারণ সম্পাদক আশকার পাইন জানান, প্রকৌশলী সাখাওয়াত হোসেনের একক প্রচেষ্টায় বেকারদের কর্মসংস্থানে নানা কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছেন। প্রকৌশলী সাখাওয়াত হোসেন জানান, কাজিপুরের মানুষের নদীভাঙন নিত্যসঙ্গী। তাই এসব মানুষকে স্বাবলম্বী করতে কাজ করে যাচ্ছি।

সর্বশেষ খবর