বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

পাথর সংকটে সুনামগঞ্জে বন্ধ উন্নয়ন কর্মকান্ড

বিপাকে ঠিকাদাররা বেকার হাজার হাজার নির্মাণ শ্রমিক

মাসুম হেলাল, সুনামগঞ্জ

করোনা মহামারী শুরু পর থেকে আমদানি বন্ধ হয়ে যাওয়ায় পাথর সংকট দেখা দেয়। এ কারণে সুনামগঞ্জে বন্ধ হয়ে গেছে চলমান অবকাটামোগত উন্নয়ন কর্মকান্ড। ফেব্রুয়ারি থেকে আগস্ট-এই ছয় মাসে প্রকল্পগুলোতে কাজের ১০ ভাগও অগ্রগতি হয়নি বাজারে পাথর না থাকায়। এমন পরিস্থিতিতে কাজ বাস্তবায়নে নিযুক্ত ঠিকাদাররা যেমন বিপাকে পড়েছেন, তেমনি বেকার হয়ে পড়েছেন হাজার হাজার নির্মাণ শ্রমিক। উন্নয়ন প্রকল্পগুলো সময়মতো শেষ না হওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। সুনামগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর সূত্র জানায়, জেলায় তাদের আওতাধীন ২৭টি উন্নয়ন প্রকল্প চলমান। যার মধ্যে আছে সড়ক উন্নয়ন, সেতু-কালভার্ট, স্কুলভবন নির্মাণ। করোনা মহামারী শুরুর পর ভারত থেকে পাথর আমদানি বন্ধ হয়ে যায়। পাথরের অভাবে প্রায় বন্ধ রয়েছে সব উন্নয়ন। এক একটি প্রকল্পে কোটি কোটি টাকা বিনিয়োগ করে সময়মতো কাজ সম্পন্ন করতে না পারায় মোটা অংকের ক্ষতির শঙ্কা ঠিকাদারদের। সুনামগঞ্জ এলজিইডির মেসার্স আমিনুল হক অ্যান্ড কোম্পানির অন্যতম স্বত্বাধিকারী আবুল হোসেন বলেন, ‘আমদানি বন্ধ হয়ে যাওয়ায় কোথাও পাথর পাওয়া যাচ্ছে না। ফলে বিগত ছয় মাসে চলমান কাজের এতটুকুও অগ্রগতি হয়নি।’ তিনি জানান, এক একটি কাজের বিপরীতে মোটা অংকের টাকা বিনিয়োগ করেছেন ঠিকাদাররা। অনেকে কাজের বিপরীতে তিন মাস মেয়াদের জন্য ব্যাংক গ্যারান্টি নিয়েছেন। কাজের অগ্রগতি শূন্য হলেও গ্যারান্টির মেয়াদ শেষ হয়ে গেছে। মেয়াদ নবায়ন করতে আবার দৌড়ঝাঁপ করতে হবে তাদের। কেউ ধারে টাকা এনে বিনিয়োগ করেছেন। পাওনাদাররা তাদের তাগাদা দিচ্ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে বিশেষ ব্যবস্থায় পাথর আমাদনির ব্যবস্থা করতে সরকারের কাছে দাবি জানান এই ঠিকাদার। সুনামগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুব আলম বলেন, ‘পাথর সংকটের কারণে সব উন্নয়ন কাজ স্থবির হয়ে পড়ে আছে। এ থেকে উত্তরণের পথ খুঁজতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছি। এদিকে পাথরের অভাবের সড়ক ও জনপথ (সওজ), গণপূর্ণ বিভাগ, পৌরসভার উন্নয়ন কাজেও স্থবিরতা দেখা দিয়েছে। সওজ বিভাগের চলাচলের প্রায় অনুপযোগী জগন্নাথপুর-বিশ্বনাথ সড়ক সংস্কারে কার্যাদেশ দিলেও পাথরের অভাবে ঠিকাদার কাজ শুরু করছেন না বলে সওজ সূত্র জানিয়েছে। চলাচল অনুপযোগী এ সড়কটি সংস্কার দাবিতে নানা কর্মসূচি পালন করছেন পরিবহন শ্রমিকরা।

সর্বশেষ খবর