বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

ঘুষের টাকা ফেরত চেয়ে মা-মেয়ের অনশন

মেহেরপুর প্রতিনিধি

ঘুষের টাকা ফেরত চেয়ে মা-মেয়ের অনশন

মেহেরপুরের গাংনীতে ঘুষের ১৫ লাখ টাকা ফেরত দাবিতে অনশনে বসেছেন ভুক্তভোগী মৌমিতা খাতুন পলি ও তার মা। মঙ্গলবার সকাল থেকে গাংনী উপজেলা পরিষদ শহীদ মিনার চত্বরে অনশনে বসেছেন তারা। পলি গাংনী পৌর এলকার শিশিরপাড়া গ্রামের শাহাবুদ্দিন ওরফে বাহাদুরের মেয়ে ও মোমিনের স্ত্রী। পলি জানান, চাকরি দেওয়ার কথা বলে ১৫ লাখ টাকা ঘুষ নেয় গাংনী পৌর মেয়র। পরে চাকরি কিংবা টাকা ফেরত দেননি। টাকার জন্য এর আগেও একবার অনশন ও শালিস বৈঠক হয়েছে। তাতেও বিহিত না হওয়ায় আবার অনশন শুরু করলাম। আমার গর্ভে সন্তান আছে। টাকা না দেওয়ায় স্বামী আমাকে নিতে চাচ্ছে না। একমাত্র মৃত্যুই এর সমাধান। পলি আরও বলেন, গাংনী পৌরসভায় সহকারী কর আদায়কারী পদে নিয়োগের জন্য মেয়র আশরাফুল ইসলামের সঙ্গে ১৫ লাখ টাকায় চুক্তি হয়। জামি বন্ধক রেখে ও চড়া সুদে টাকা নিয়ে মেয়রকে দেওয়া হয়েছে। টাকা নিয়ে ২০১৮ সালের ১৯ মে লিখিত ও মৌখিক পরীক্ষা হলেও ওই পদে অন্য একজনকে নিয়োগ দেন মেয়র। আমার টাকা ফেরত চাইলে হুমকি দেন তিনি। গত ২০ আগস্ট বিকাল থেকে রাত ৯টা পর্যন্ত গাংনী শহীদ মিনারে টাকা ফিরে পাওয়ার দাবিতে অনশন করি। পরে ওসি বিচারের আশ্বাস দিলে বাড়ি ফিরে যাই। শালিসে বিষয়টি অমীমাংসিত থেকে যায়। কাউন্সিলর সাহিদুল ইসলাম বলেন, মেয়র চাকরির জন্য টাকা নিয়েছেন-যা পৌর পরিষদের অনেকেই জানেন। গাংনীর ইউএনও সেলিম শাহনেওয়াজ বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, এ বিষয়ে আদালতের শরণাপন্ন হওয়া ছাড়া উপায় দেখছি না। অনশনকারীদের নিরাপত্তার জন্য শহীদ মিনার এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

 

সর্বশেষ খবর