বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

কৃষক বাঁচলে দেশ বাঁচবে

-জাকির হোসেন

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, ‘শেখ হাসিনা সরকার দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছে। বর্তমান সরকার কৃষিবান্ধব। কৃষকের উন্নয়নের জন্য সরকার কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগ সরকার বিশ^াস করে কৃষক বাঁচলে দেশ বাঁচবে। এরই ধারাবাহিকতায় ন্যায্যমূল্যে সঠিক সময়ে কৃষকের কাছ থেকে ধান ও গম ক্রয় করছে সরকার। কৃষকদের প্রণোদনা হিসেবে বীজ, সার, নগদ অর্থ ও কৃষি খাতে ব্যয় কমানোর জন্য উন্নত প্রযুক্তির যন্ত্রপাতি সরবরাহ করা হচ্ছে। দেশে এখন সারের কোনো সংকট নেই। রৌমারী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গতকাল ছয় ইউনিয়নের ২০০ জন কৃষকের মধ্যে আমন চারা, মাসকলাই বীজ ও সার বিতরণ উদ্বোধনকালে প্রতিমন্ত্রী এ কথা বলেন। এ সময় উপজেলা চেয়ারম্যান শেখ আবদুল্লাহ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম ফেরদৌস, ভাইস চেয়ারম্যান মোজাফফর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার স্মৃতি প্রমুখ বক্তৃতা করেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর