শিরোনাম
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা
সংযোগস্থলে অবৈধ দোকান পার্কিং

বিপজ্জনক হয়ে উঠেছে দুই সেতু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিপজ্জনক হয়ে উঠেছে দুই সেতু

ব্রাহ্মণবাড়িয়া শহরে অবৈধ পার্কিং -বাংলাদেশ প্রতিদিন

ব্রাহ্মণবাড়িয়া শহরের গোকর্ণঘাটে তিতাস নদী ও টাউন খালের উপর নির্মিত দুটি সেতুর সংযোগস্থল বিপজ্জনক হয়ে উঠেছে। সেতুর গোড়াতে অবৈধ দোকানপাট আর যানবাহন পার্কিং করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে যান চলাচল বিঘ্নিত হচ্ছে। সৃষ্টি হচ্ছে যানজট। বাড়ছে দুর্ঘটনা ঝুঁকি। এলাকার মানুষ এ অবস্থা থেকে মুক্তি পেতে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন। তিতাস নদীর উপর জেলা সদরের সঙ্গে নবীনগরের সড়ক যোগাযোগ স্থাপনে একটি সেতু নির্মিত হয়েছে সম্প্রতি। এই সেতুর উত্তর পাশের অ্যাপ্রোচ আর পশ্চিম পাশে টাউন খালের উপর নির্মিত ব্রিজের ঢালু একই জায়গায় আমিনপুরে মিলেছে। সরজমিনে দেখা গেছে, দুই ব্রিজের গোড়ার ওই জায়গা রিকশা, সিএনজি অটোরিকশা এবং মোটর সাইকেলের পার্কিং করা হচ্ছে। এ কারণে আমিনপুর গ্রামে ঢুকতে গিয়ে ঝামেলা পোহাতে হচ্ছে লোকজনকে। তাছাড়া দুটি ব্রিজের গোড়ায় অবৈধভাবে দোকানপাট গড়ে উঠেছে। ফলে এক ব্রিজ থেকে আরেক ব্রিজে যানবাহন উঠানামা দেখা যায় না। সাবেক পৌর কাউন্সিলর আনিছুর রহমান জানান, তিতাস নদীতে সেতু নির্মিত হওয়ার পর নবীনগরের কুড়িঘর পর্যন্ত রাস্তার দুই পাশে হাওরের দৃশ্য দেখতে প্রতিদিন বিভিন্ন স্থান থেকে মানুষ এখানে আসে। ফলে অনেক যানবাহনের চাপ রয়েছে। তাছাড়া সদরের সাদেকপুর হয়ে নবীনগর যাওয়ার রাস্তা দিয়েও শত শত যান চলাচল করে। ব্রিজ দুটির গোড়ার এই অবস্থার কারণে যান চলাচল বাধাপ্রাপ্ত হচ্ছে। সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট।

 

সর্বশেষ খবর