রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

কাজ না করেই ৮ মেট্রিক টন চাল আত্মসাৎ

কিশোরগঞ্জ প্রতিনিধি

কাজ না করেই ৮ মেট্রিক টন চাল আত্মসাৎ

কিশোরগঞ্জ সদরের যোগীরখালী ঈদগাহ। সংস্কারের জন্য বরাদ্দ হলেও হয়নি কাজ

কিশোরগঞ্জে ঈদগাহ মাঠের কাজ না করেই প্রকল্পের আট মেট্রিক টন চাল আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। প্রতিবাদে এলাকাবাসী গতকাল মানববন্ধন ও বিক্ষোভ করেছেন। ঘটনাটি কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি ইউনিয়নের যোগীরখালী গ্রামের। এলাকাবাসীর পক্ষ থেকে এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। যোগীরখালী গ্রামের স্কুলশিক্ষক আবুল কালাম জানান, দক্ষিণপাড়া নতুন ঈদগাহ উন্নয়ন প্রকল্পের ব্যাপারে এলাকাবাসী কিছুই জানতেন না। কয়েকদিন আগে সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতির কাছ থেকে ঈদগাহের উন্নয়নে আট মেট্রিক টন চাল বরাদ্দের কথা জেনেছেন। পরে খোঁজ নিয়ে জানতে পারেন, প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেলেও কোনো কাজই হয়নি। প্রকল্প কমিটির সভাপতি ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার মহসিন মিয়া কাজ না করেই টাকা উত্তোলনের বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি। তবে কাজটি শিগগিরই করা হবে বলে তিনি জানান। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল কাদির মিয়া বলেন, সরকারি অর্থের যাতে অপচয় না হয় সেটা আমরা দেখবো। এতে অনিয়ম বা কারো গাফিলতি থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

 

সর্বশেষ খবর