রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

ভুয়া আইডি ব্যবহার করে ভূমি জালিয়াতি

সংবাদ সম্মেলনে অভিযোগ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকায় ভুয়া ভোটার আইডি ব্যবহার করে শতকোটি টাকার ভূমি জালিয়াতি ও আত্মসাতের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে কয়েকটি পরিবার। গতকাল সকালে ভালুকা প্রেস ক্লাব মিলনায়তনে ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলার বাসিল গ্রামের মো. আব্দুল বারেকের ছেলে ইলিয়াস আহাম্মেদ। তিনি লিখিত বক্তব্যে বলেন, ভুয়া ভোটার আইডি ও ভুয়া কাগজপত্র ব্যবহার করে বাশিল মৌজার সাবেক ৩৪০, ৩৩৯, ৭৪ ও ৬০ দাগে এবং বিআরএস ৩৫৮৭, ৩৫৮৮, ৩৪৬৫, ৩৪৬৮, ৪১২, ৪৭৫ ও ৪৮১ নম্বর দাগে আমার শারীরিক প্রতিবন্ধী বাবা, চাচা ও ফুফুদের সাড়ে ৪ একর জমি নিজ নামে লিখিয়ে নেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. ফখর উদ্দিন আহাম্মেদ বাচ্চু। পরে ওই জমি উপজেলা ভূমি অফিসের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে নামজারি ও জমাখারিজ (নং-২১৫, ২৪০, ২০৬২) করে নেন। নামজারি করা সেই জমি মর্গেজ দিয়ে শতকোটি টাকা ব্যাংক লোন করেন বাচ্চু। পরে তিনি ভুয়া ভোটার আইডি ব্যবহার করে ১১৫৯ ও ৬৫২৯ নম্বর দলিলের আমমোক্তার দলিল করেন জনৈক সালমা আক্তারের নামে। পরে ২৪২১, ২৪২২ ও ৬৬৫৯ দলিল মূলে সালমা আক্তারের কাছ থেকে ফখর উদ্দিন আহাম্মেদ বাচ্চু নিজ নামে লিখে নেন। এই জমির সরকারি রাস্তা, সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জামে মসজিদের জমিও রয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগী সহিদ সেখ, আব্দুল বারেক, আব্দুর রাজ্জাক, লেবু সেখ, এমদাত সেখ, শিখা আক্তার, বাসির সেখ, আশ্রাব উদ্দিন, আজিজুল, রেজত আলী, মুঞ্জুরুল ইসলাম, আবুল কালম, মোহাম্মদ আলী ও নুরুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ খবর