রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

হোসেনপুরে একদিনে দুই বাল্য বিয়ে বন্ধ

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে একদিনে দুটি বাল্যবিয়ে বন্ধ হয়েছে। শুক্রবার পৃথক স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হোসেনপুরের ইউএনও এএসএম জাহিদুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) ওয়াহিদুজ্জামান। জানা যায়, সুরাটি গ্রামে অষ্টম শ্রেণির ছাত্রীর (১৫) সঙ্গে ময়মনসিংহের নান্দাইল উপজেলার শিমুল মিয়ার বিয়ের আয়োজন চলছিল।

খবর পেয়ে কনের বাড়িতে হাজির হয়ে অভিভাবকের কাছ থেকে মুচলেকা নিয়ে বিয়ে বন্ধ করে দেয় আদালত। অপরদিকে আতিরা গ্রামে সপ্তম শ্রেণির ছাত্রীর (১৪) সঙ্গে পাশের গ্রামের রাজন মিয়ার বিয়ের আয়োজন করায় কনের বাবাকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ১৮ বছরের আগে মেয়ে বিয়ে দেবে না-মুচলেকা নেওয়া হয়।

সর্বশেষ খবর