রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সাত দফা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ৭ দফা বাস্তবায়নের দাবি জানিয়েছেন ডিপ্লোমা প্রকৌশলী সমিতি। জ্যেষ্ঠতা ও পদোন্নতি বিধিমালার ৪ (২) এর মতামতের ভিত্তিতে দ্রুত তফসিল সংশোধন করে ২৬ বছরের সমস্যা সমাধানসহ সাত দফা আদায়ে সমিতির সদস্যদের ঐক্যবদ্ধ থাকতে বলা হয়েছে।

দাবির মধ্যে রয়েছে মন্ত্রী অনুমোদিত জ্যেষ্ঠতার তালিকার ১০ম গ্রেডভুক্ত দ্বিতীয় শ্রেণির কর্মকর্তাদের নবম গ্রেডে পদোন্নতির ব্যবস্থা, নিয়োগবিধিতে তফসিল সংশোধন না হওয়া পর্যন্ত সব ধরনের নিয়োগ

প্রক্রিয়া ও রাজস্ব খাতে পদায়ন ও পদোন্নতি কার্যক্রম বন্ধ রাখা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে ও প্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রণীত গ্রেডেশান তালিকা টিটিসিসহ সবক্ষেত্রে বাস্তবায়ন করা।

সমিতির কেন্দ্রীয় নেতারা জানান, ১০ম গ্রেডের জনবলের পদোন্নতির ব্যবস্থা গ্রহণ না করে অন্যান্য ক্ষেত্রে পদোন্নতি দেওয়া হচ্ছে। তৃতীয় শ্রেণি থেকে সরাসরি প্রথম শ্রেণি এবং টাইপিস্ট থেকে ডিএডি করা হচ্ছে। শুধু ১০ গ্রেডের সদস্যরা বঞ্চিত হচ্ছেন।

সর্বশেষ খবর