রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

এক পলক

মাদারীপুরে পানিতে পড়ে শিশুর মৃত্যু

মাদারীপুরের শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়নের ডাইয়ারচর এলাকায় গতকাল পানিতে পড়ে সানজিদা (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু সানজিদা ওই এলাকার ওয়াসিম ফকিরের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে শিশুটি খেলতে গিয়ে বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে যায়। দীর্ঘক্ষণ শিশুটিকে না দেখে বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে ডোবার পানিতে ডুবে থাকা অবস্থায় খুঁজে পায় শিশুটিকে। পরে পাচ্চর রয়েল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

- মাদারীপুর প্রতিনিধি

সিলেটে ট্রেনে কাটা পড়লেন যুবক

সিলেটের ফেঞ্চুগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়নের মোস্তফার বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক আলম আমিন (২৩) ওই ইউনিয়নের পাঠানচক গ্রামের আয়াজ আলীর ছেলে। স্থানীয়রা জানান, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী জয়ন্তিকা  এক্সপ্রেসের নিচে কাটা পড়ে আল আমিনের মৃত্যু হয়। তার মাথা ও হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে জিআরপি থানা পুলিশ লাশ উদ্ধার করে।

-নিজস্ব প্রতিবেদক, সিলেট

আকরামুজ্জামান স্মরণে সভা

গোপালগঞ্জে জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক প্রয়াত আকরামুজ্জামান আকরামের মৃত্যু উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল হয়েছে। গতকাল বিকালে শহরের স্বর্ণ টাওয়ারে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ স্মরণসভা ও দোয়া মাহফিল হয়। সভায় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শেখ রুহুল আমীন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা আশিষ মজুমদার, শাহ জালাল মুকুল, রফিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম নজরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল হামিদসহ নেতারা বক্তৃতা করেন।

সভায় সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম আব্বাস। সভা পরিচালনা করেন গোপালগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহসিন উদ্দিন সিকদার।

-গোপালগঞ্জ প্রতিনিধি

বিদ্যুৎস্পৃষ্ট

নোয়াখালীর চাটখিলে ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক চালকের মৃত্যু হয়েছে। নিহত ফজলুল হক (৫১) কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার ইলিয়াছ মিয়ার ছেলে। তিনি  তিন সন্তানের জনক ছিলেন। গতকাল সকালে চাটখিল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. দুলাল মিয়া এ তথ্য নিশ্চিত করেন।

-নোয়াখালী প্রতিনিধি

গাছ পড়ে মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায়  রিজার্ভ ভূমির বসতভিটায় থাকা মাদার ট্রি গর্জন গাছ কাটতে গিয়ে আতিকুর রহমান নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় গুরুতরে আহত হন নুরুল ইসলাম বাবুল নামে আরেক যুবক।

জানা যায়, নিহত আতিকুর রহমান চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউপির ২ নম্বর ওয়ার্ডের পূর্ব ডুমখালী রির্জাভ পাড়া গ্রামের ছাবের আহমদের পুত্র। আর আহত নুরুল ইসলাম বাবুল (১৮) একই গ্রামের আব্দুর রশিদের পুত্র। নিহতের পিতা ছাবের জানান, আমার ছেলে রাজমিস্ত্রির কাজ করত। কার পাল্লায় পড়ে গাছ কাটতে গেছে জানি না। -কক্সবাজার প্রতিনিধি

মেঘনায় ফের হামলার চেষ্টা

কুমিল্লার মেঘনার ভাওরখোলা  ইউপি চেয়ারম্যান ফারুক সরকার আব্বাসীর ওপর ২ সেপ্টেম্বর ফের হামলার চেষ্টা করা হয়েছে। তিনি চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে জানান। তিনি বলেন, ১৭ আগস্ট উপজেলা তালতলা বাসস্ট্যান্ডে কয়েক ব্যক্তি তার ওপর হামলা করলে তিনি গুরুতর আহত হন। এ ঘটনায় মেঘনা থানায় মামলা দায়ের করার পর আসামিরা জামিনে এসে মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি দিচ্ছে। এ ব্যাপারে তিনি ৩১ আগস্ট মেঘনা থানায় জিডি করেন। মেঘনা থানা অফিসার ইনচার্জ আব্দুল মজিদ বলেন, ইউপি চেয়ারম্যানের ওপর পুনরায় হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তিনি থানায় জিডি করেছেন।

-দাউদকান্দি প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর