সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

১৩২ মেট্রিক টন সার নিয়ে ডুবে গেল কার্গো

বরগুনা প্রতিনিধি

১৩২ মেট্রিক টন সার নিয়ে ডুবে গেল কার্গো

বরিশাল থেকে বরগুনা আসার পথে রামনা লঞ্চঘাটে নোঙ্গর করা অবস্থায় ১৩২ মেট্রিক টন ইউরিয়া সার নিয়ে কার্গো ডুবির ঘটনা ঘটেছে। বামনা উপজেলার বিষখালী নদীর রামনা লঞ্চঘাট এলাকায় গতকাল ভোরে এ দুর্ঘটনা ঘটে। কার্গোর মাঝি হিরণ মিয়া জানান, শনিবার বিকাল ৩টার দিকে বরিশাল থেকে সারবোঝাই করে রাত ১২টায় রামনা এলাকায় পৌঁছান তারা। নদীতে গুনের অপেক্ষায় (বরগুনামুখী স্রোত) রামনা লঞ্চঘাটের পন্টুনে কার্গো নোঙর করে রাখা হয়। জোয়ারের অপেক্ষায় এক সময় মাঝি ও শ্রমিকরা ঘুমিয়ে পড়লে ভাটায় কার্গোর পিছনের অংশ তলিয়ে চরে আটকে যায়। ভোর ৫টার দিকে দ্রুত কার্গো থেকে সারের বস্তা উঠানোর চেষ্টা করেন তারা। দুই হাজার ৬৪০ বস্তার সারের মধ্যে ৬০ থেকে ৭০ বস্তা তুলতে পেরেছেন।

সর্বশেষ খবর