সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

সড়কজুড়ে গর্ত, চলাচলে বিঘ্ন

নেত্রকোনা প্রতিনিধি

সড়কজুড়ে গর্ত, চলাচলে বিঘ্ন

মোহনগঞ্জের বেহাল সড়কে আটকে গেছে অটোরিকশা -বাংলাদেশ প্রতিদিন

নেত্রকোনার মোহনগঞ্জ পৌরশহরের ভিতর দিয়ে যাওয়া কয়েকটি সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলেই গর্তে পানি জমে চলাচলের অনুপোযোগী হয়ে পড়ে। তখন সাধারণের দুর্ভোগের শেষ থাকে না। এ সব সড়কে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।

বেহাল এ সড়কের মধ্যে উপজেলার পূর্বদিকে সাতুর সড়ক এবং থানার সামনে থেকে মার্কাজ পর্যন্ত সড়কের অবস্থা খুব খারাপ। জানা যায়, পৌরশহরের ভেতর দিয়ে গেলেও এ দুটি সড়ক স্থানীয় প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) অধীনে। স্থানীয় সমাজকর্মী এমদাদুল ইসলাম খোকন বলেন, এলজিইডির কাজের গাফিলতিতে সড়কের এমন অবস্থা হয়েছে। পৌরসভার ভেতরের রাস্তা এলজিইডির কাছে দেওয়া ঠিক হয়নি। পৌরমেয়র লতিফুর রহমান রতন বলেন, ভাঙ্গা যে কয়টি রাস্তা রয়েছে তার সবকটিই এলজিইডির। পৌরসভার কোনো রাস্তা ভাঙা নেই। মোহনগঞ্জ উপজেলা এলজিইডির প্রকৌশলী আলমগীর হোসাইন জানান, দুটিই রাস্তারই টেন্ডার হয়েছে। সাতুর রাস্তাটি গোডাউন পর্যন্ত আরসিসি আর বাকিটুকু পিচ ঢালাই হবে। অন্যদিকে মার্কাজ রাস্তাটি ৩৫০ মিটার পর্যন্ত আরসিসি ঢালাই হবে। রাস্তা দুটির কাজ দ্রুতই শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেন। রাস্তা দুটিতে মানুষ দুর্ভোগ পোহাচ্ছে স্বীকার করে ইউএনও আরিফুজ্জামান বলেন, সড়ক দুটি দ্রুত সংস্কারের জন্য ইঞ্জিনিয়ারকে তাগাদা দিয়েছি।

সর্বশেষ খবর