সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

প্রশাসনে ফোন দিয়ে নিজের বিয়ে বন্ধ করল স্কুলছাত্রী

লালমনিরহাট প্রতিনিধি

জোর করে বাল্যবিয়ে দেওয়ার চেষ্টা করলে পালিয়ে বান্ধবীর বাড়িতে আশ্রয় নেয় ১০ম শ্রেণির ছাত্রী শাহিনা আক্তার। মোবাইল ফোনে বিয়ে বন্ধে ইউএনওর সহযোগিতা চায় সে। গতকাল সকালে ইউএনও সামিউল আমিনকে সঙ্গে নিয়ে ছাত্রীর বাড়িতে হাজির হয়ে বাবা-মায়ের মুচলেকা নিয়ে নিজের বাল্যবিয়ে বন্ধ করলেন শাহিনা। ঘটনাটি ঘটেছে হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী ইউপির উওর ধুবনী গ্রামে। জানা যায়, শাহিনাকে গত শুক্রবার রাতে তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়ার চেষ্টা করেন বাবা-মা। উপায় না পেয়ে শাহিনা পালিয়ে এক বান্ধবীর বাড়িতে আশ্রয় নেয়। বাল্যবিয়ে থেকে রক্ষা পেতে শুক্রবার রাতেই হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলমকে ফোন করে সহযোগিতা চায় সে। তার কাছে তেমন সহযোগিতা না পেয়ে শনিবার রাতে হাতীবান্ধার ইউএনও সামিউল আমিনকে ফোন করে শাহিনা।

সর্বশেষ খবর