বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

৩৫ কাঠুরিয়া হত্যার বিচার হয়নি ২৪ বছরেও, হতাশ স্বজনরা

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটির লংগদু উপজেলার পাকুয়াখালীর ৩৫ কাঠুরিয়া হত্যার ২৪ বছর পূর্ণ হয়েছে গতকাল। দীর্ঘদিনেও বর্বর ওই হত্যাযজ্ঞের বিচার না পেয়ে হতাশ নিহতদের স্বজনরা। আদৌ এর বিচার হবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।

দিনটি স্মরণে গতকাল লংগদু উপজেলা বাসিন্দারা আয়োজন করেন আলোচনা সভা, দোয়া মাহাফিল ও গণকবর জিয়ারত। একই সঙ্গে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার, ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের দাবি জানান তারা। জানা যায়, ১৯৯৬ সালের ৯ সেপ্টেম্বর একটি সন্ত্রাসী গ্রুপ রাঙামাটির লংগদু উপজেলার ৩৫ কাঠুরিয়াকে ব্যবসায়িক কাজে ডেকে নিয়ে যায় পাকুয়াখালীর গহিন অরণ্যে। জঙ্গলে পৌঁছার পর সন্ত্রাসীরা তাদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা-চোখ বেঁধে নির্যাতন চালিয়ে হত্যা করে। তাদের হাত থেকে ইউনুস নামে এক কাঠুরিয়া পালাতে সক্ষম হন। অভিযোগ আছে, দীর্ঘদিন ধরে বিভিন্ন হত্যাকান্ডের বিচার না হওয়ায় এখনো পাহাড়ে রক্ত ঝরছে।

সর্বশেষ খবর