বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

পদ্মবিলে আগ্রহ দর্শণার্থীদের

নেত্রকোনা প্রতিনিধি

পদ্মবিলে আগ্রহ দর্শণার্থীদের

নেত্রকোনা সদর উপজেলার শ্রীধরপুর নুরপুর গ্রামের পদ্মবিলে ডিঙ্গি নৌকায় করে ঘুরে বেড়াতে আসেন দর্শণার্থীরা। বিকেল হতেই ভিড় বাড়তে থাকে বিলে। এতে কর্মসংস্থান হয়েছে বেশকিছু স্থানীয় নৌকা চালকের। অনেকে মওসুমি এই কাজ করে বাড়তি আয় করছেন। বিরটি রক্ষণাবেক্ষনের দাবি জানিয়েছেন এলাকাবাসী ও দর্শণার্থীরা। নেত্রকোনা জেলা শহর থেকে কয়েক কিলোমিটার দূরে শ্রীধরপুর নুরপুর গ্রামের গইঞ্চাতুল নামক বিলে কয়েক বছর ধরে ফুটছে পদ্মফুল। বিলে ঘুরে বেড়ানো ও পদ্ম ফুলের সৌদর্য উপভোগ করতে প্রতিদিন মানুষ ভীড় করেন এখানে। দর্শনাথীরা এই বিলের নামকরণ করেছে পদ্মবিল। ঘুরতে আসা কিশোরগঞ্জের এক কৃষি কর্মকর্তা সিলমিন জাহান ইলমা জানান, তার বড় বোন স্কুলশিক্ষক রীটা আব্দুল্লাহর কাছে তিনি শুনছেন এই বিলের কথা। ছবি দেখে মুগ্ধও হয়েছেন। তাই বিলে পরিবার পরিজন নিয়ে এসেছেন। শহরের খুব কাছাকাছি এমন মনোমুগ্ধকর পরিবেশে ঘুরে ভাল লেগেছে বলে জানান তিনি।

সর্বশেষ খবর