শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

সক্রিয় নৌকা-ধানের শীষের অর্ধশত মনোনয়নপ্রত্যাশী

আবদুর রহমান টুলু, বগুড়া

সক্রিয় নৌকা-ধানের শীষের অর্ধশত মনোনয়নপ্রত্যাশী

চলতি বছরের শেষ দিকে অনুষ্ঠিত হতে পারে বগুড়ার ৯ পৌরসভা নির্বাচন। এ কারণে বিভিন্ন পৌরসভায় প্রধান দুই দলের (আওয়ামী লীগ-বিএনপি) অর্ধশতাধিক মনোনয়নপ্রত্যাশী নানাভাবে তাদের প্রার্থিতা জানান দিচ্ছেন। ক্ষমতাসীন দলের প্রতীক (নৌকা) পেতে অনেকে মাঠে নেমেছে। বিএনপির সম্ভব্য প্রার্থীরা তাকিয়ে আছেন কেন্দ্রের দিকে। বগুড়া পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন- সাবেক পৌর চেয়ারম্যান অ্যাড. রেজাউল করিম মন্টু, বগুড়া চেম্বার অব কমার্স সভাপতি মাসুদুর রহমান মিলন, বগুড়ার পিপি অ্যাড. আব্দুল মতিন, পৌরসভার প্যানেল মেয়র সামছুদ্দিন শেখ হেলাল, জেলা যুবলীগ সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন। বিএনপি থেকে বর্তমান মেয়র অ্যাড. একেএম মাহবুবর রহমান, কাউন্সিলর সিপার আল বখতিয়ার, বিএনপি নেতা রেজাউল করিম বাদশা, এম আর ইসলাম স্বাধীন। শিবগঞ্জে বর্তমান মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জি. আব্দুল মান্নান নৌকার মনোনয়ন পেতে চান। এখানে বিএনপি থেকে আছেন সাবেক মেয়র মতিয়ার রহমান মতিন। নন্দীগ্রামে বর্তমান মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল, বিএনপি থেকে সুশান্ত কুমার শান্ত, আওয়ামী লীগ থেকে বর্তমান প্যানেল মেয়র আনিসুর রহমান, যুবলীগ নেতা মাহমুদ আশরাফ মামুন, স্বেচ্ছাসেবকলীগের কামরুল হাসান সবুজ, ফজলুল হক কাশেম মাঠে নেমেছেন। শেরপুরে প্রর্থীর দৌড়ে আছেন আওয়ামী লীগ থেকে বর্তমান মেয়র আব্দুস সাত্তার, আহসান হাবিব আম্বিয়া, সারোয়ার রহমান মিন্টু, বদরুল ইসলাম পোদ্দার ববি, যুবলীগ নেতা তারিকুল ইসলাম তারেক, মোস্তাফজার রহমান ভুট্টো, বিএনপি থেকে সাবেক মেয়র জানে আলম খোকা, সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু। ধুনটে বর্তমান মেয়র এজিএম বাদশাহ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ টিআই নুরুন্নবী তারিক, রেজাউল করিম রেজা, শরীফুল ইসলাম খাঁন নৌকার এবং সাবেক মেয়র আলিমুদ্দিন হারুন মন্ডল বিএনপির মনোনয়নপ্রত্যাশী। সান্তাহারে বিএনপি থেকে বর্তমান মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, সাবেক মেয়র ফিরোজ মো. কামরুল হাসান, লায়ন ফরিদ আহমেদ, আওয়ামী লীগ থেকে প্রার্থী হতে চান রাশেদুল ইসলাম রাজা, প্যানেল মেয়র জার্জিস আলম রতন, সাবেক চেয়ারম্যান আশরাফুল ইসলাম মন্টু, জাহেদুল বারী। গাবতলীতে বিএনপি থেকে বর্তমান মেয়র সাইফুল ইসলাম, আওয়ামী লীগ থেকে সাবেক ভারপ্রাপ্ত মেয়র মোমিনুল হক শিলু ও আজিজার রহমান মাঠে আছেন। কাহালুতে হেলাল উদ্দীন কবিরাজ আওয়ামী লীগ প্রার্থী হবেন বলে মনে করা হচ্ছে। বিএনপির থেকে শোনা যাচ্ছে সাবেক মেয়র ফরিদুর রহমান ফরিদ, আব্দুল মান্নান (ভাটা মান্নান) ও আব্দুল মান্নানের নাম। সারিয়াকান্দি পৌরসভায় বর্তমান মেয়র আলমগীর শাহী সুমন, স্বেচ্ছাসেবকলীগ নেতা জাহিদুল ইসলাম রাজু, আওয়ামী লীগ নেতা মতিউর রহমান মতি, মফিজুল ইসলাম পটল, আব্দুর রশিদ ফারাজী নৌকার মনোনয়নপ্রত্যাশী। এখানে ধানের শীষ পেতে মাঠে নেমেছেন সাবেক মেয়র টিপু সুলতানের সহধর্মিণী সাবিনা ইয়াছমিন বেবী।

সর্বশেষ খবর