শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

দুই যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে পৌর যুবলীগের আহ্বায়ক ওয়াকার আহম্মেদ নান্নু এবং ঘোড়াঘাট উপজেলা যুবলীগের আহ্বায়ক (সদ্য বহিস্কৃত) জাহাঙ্গীরের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ করেছেন ভুক্তভোগী জাহাঙ্গীর আলম। গতকাল বিকালে ঘোড়াঘাট প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে ৫০ শতক দখল করে নেওয়ার অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলনে জোবায়দুর, তনু, হালিমসহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন। জাহাঙ্গীর আলম বলেন, তার পিতা রিয়াজ উদ্দিন ঘোড়াঘাটের চকবামুনিয়া বিশ^নাথপুর মৌজায় ১ একর ৭৫ শতক কিনে ভোগদখলে ছিলেন। বাবার মৃত্যুর পর তিনিসহ অন্য অংশীদাররা ভোগদখলে আছেন। গত ফেব্রুয়ারি মাসে জাহাঙ্গীর ও নান্নু এ জমির ৫০ শতক ভুয়া কাগজ দেখিয়ে জনৈক রোস্তম আলীকে দাতা সাজিয়ে বিক্রি করেন। ক্রেতারা আজও জমির দখল নিতে পারেনি। পরবর্তীতে ভুয়া কাগজ নিয়ে জাহাঙ্গীর-নান্নু জমি জবরদখলে নানা ষড়যন্ত্র করলে জাহাঙ্গীর আদালতে মামলা করেন। মামলা তদন্তের দায়িত্ব পান ঘোড়াঘাট এসিল্যান্ড’র দায়িত্বে থাকা ইউএনও ওয়াহিদা খানম। কাগজপত্র দেখে তিনি জাহাঙ্গীর আলমের পক্ষে প্রতিবেদন দেন। ওই প্রতিবেদনের ভিত্তিতে আদালত জমির ওপর ১৪৪ ধারা জারি করে। এই আদেশ অমান্য করে জাহাঙ্গীর ও নান্নু জমি থেকে প্রায় দুই লাখ টাকার গাছ বিক্রি করে দেন। এ ব্যাপারে দিনাজপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা বিচারাধীন রয়েছে। মামলার পর থেকে অভিযুক্তরা আরও জমি দখলসহ নানা হুমকি দিচ্ছে।

সর্বশেষ খবর