শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

ঘর পেল মকছেদ আলীর পরিবার

নিরক্ষরমুক্ত গ্রাম গড়ার অগ্রপথিক

ঠাকুরগাঁও প্রতিনিধি

বাংলাদেশের প্রথম নিরক্ষরমুক্ত গ্রাম ঠাকুরগাঁয়ের কচুবাড়ী কৃষ্টপুর গড়ার অগ্রপথিক মকছেদ আলীর পরিবারকে জেলা প্রশাসন দুর্যোগ সহনীয় ঘর দিয়েছে। জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম মঙ্গলবার বিকালে প্রয়াত মকছেদের স্ত্রীর হাতে ঘরের চাবি তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন সদরের ইউএনও আব্দুল্লাহ-আল-মামুন, সালন্দর ইউপি চেয়ারম্যান মাহবুবুর আলম মুকুল প্রমুখ। দেশ স্বাধীনের পর ১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশব্যাপী সাক্ষরতা আন্দোলনের ডাক দিলে ঝাঁপিয়ে পড়েন কচুবাড়ী কৃষ্ণপুর গ্রামের যুবক মকছেদ আলী। তিনি বাড়ির পাশে পল্লী উন্নয়ন নামে একটি ক্লাবে স্থানীয়দের নিয়ে পাঠশালা গড়ে তোলেন। বিনা পারিশ্রমিকে মানুষকে অক্ষর জ্ঞান দেন। এর কিছুদিন পর কচুবাড়ী কৃষ্ণপুরকে বাংলাদেশের প্রথম নিরক্ষরমুক্ত গ্রাম ঘোষণা করা হয়। ১৯৭৪ সালে মকছেদ আলীকে রাষ্ট্রপতি পদকে ভূষিত করা হয়। ২০০০ সালে অসুস্থ হন তিনি।            ২০০৭ সালে এক রকম বিনাচিকিৎসায় মৃত্যু হয় তার।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর