শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

দুই প্রকৌশলীর রশি টানাটানি স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামত

পাবনা প্রতিনিধি

দুই প্রকৌশলীর রশি টানাটানির কারণে স্বেচ্ছাশ্রমে দুই কিলোমিটার রাস্তা মেরামত করছেন এলাকাবাসী। ঘটনাটি পাবনার সাঁথিয়া উপজেলার করমজা ইউনিয়নের। এলজিইডি ও এলাকাবাসী সূত্রে জানা যায়, করমজা ইউনিয়নের সোমাসনারী পূর্বপাড়া থেকে বাগজান পর্যন্ত রাস্তাটি নির্মাণ করা হয় প্রায় ২৫ বছর আগে। দুই কিলোমিটার দৈর্ঘ্যরে এই রাস্তার কিছু অংশ ইট বিছানো। এর বেশির ভাগই কাঁচা। প্রতি বছর বর্ষা এলেই রাস্তার মাটি ধুয়ে যাচ্ছে। এলজিইডি, স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরে ধরনা দিলেও তারা রাস্তা মেরামতে পদক্ষেপ নেয়নি। তাই এলাকাবাসী নিজেরা চাঁদা তুলে রাস্তাটি মেরামত করেছেন। সাঁথিয়া উপজেলা প্রকৌশলী শহীদুল্লাহ বলেন, রাস্তাটি এলজিইডির বেড়া কার্যালয়ের আওতাভুক্ত। বেড়া উপজেলা প্রকৌশলী আব্দুল কুদ্দুস বলেন, রাস্তাসহ ওই এলাকাটি বেড়া নয় সাঁথিয়া কার্যালয়ের আওতাভুক্ত।

সর্বশেষ খবর