শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

ঘরের সঙ্গে বিদ্যুতের খুঁটি, ঝুঁকিতে কয়েক পরিবার

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জ পৌরশহরের ৭ নম্বর ওয়ার্ডে বসতবাড়ি ঘেঁষে স্থাপিত পল্লী বিদ্যুতের একটি খুঁটির কারণে নিরাপত্তা ঝুঁকিতে রয়েছেন ১৭-১৮ জন গ্রাহক। যে কোনো সময় খুঁটি ভেঙে কিংবা তার ছিঁড়ে ঘরের টিনের চালার উপর পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে সারাক্ষণ এই ভয়ে থাকেন তারা। স্থানীয়রা জানান, ওই খুঁটি থেকে গত ৭ সেপ্টেম্বর একটি নতুন সংযোগ নিতে যান পল্লী বিদ্যুৎ কর্মীরা। তখন ভুক্তভোগী গ্রাহকরা ঝুঁকিপূর্ণ খুঁটি থেকে নতুন সংযোগ না দিয়ে খুঁটিটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার দাবি জানান। খুঁটি লাগোয়া বাড়ির বাসিন্দা দেবশাষী দাস জানান, প্রায় ৭-৮ বছর ধরে পরিবার-পরিজনসহ জীবনের ঝুঁকি নিয়ে এখানে বাস করছি। দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ অভিযোগ করেও প্রতিকার পায়নি। দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বীরগঞ্জ জোনাল অফিস জানায়, দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর