শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

দখল আতঙ্কে ভূমিমালিকরা

সরকার হায়দার, পঞ্চগড়

দখল আতঙ্কে ভূমিমালিকরা

জমি দখল হয়ে যাবে-এমন আতঙ্কে চোখে ঘুম নেই পঞ্চগড়ের গ্রাম অঞ্চলের মানুষের। জমি-ভিটেবাড়ি নিয়ে ঝামেলায় নিঃস্ব হচ্ছেন অনেকে। সমস্যা সমাধান করে দেওয়ার নামে কৌশলে বিবদমান জমি দখলে নিচ্ছে চতুর লোক। আবার আদালতে ঝুলে থাকা মামলার দীর্ঘসূত্রতার সুযোগ নিয়ে সিন্ডিকেটের মাধ্যমে সাধারণ লোকদের জিম্মি করে হাতিয়ে নেওয়া হচ্ছে কোটি কোটি টাকা। জেলার পাঁচ উপজেলার প্রত্যন্ত গ্রাম ঘুরে এমনই চিত্র উঠে এসেছে। জানা গেছে, জমি নিয়ে বিরোধে বাড়ছে মারামারি। অনেকের জমির মালিকানা নিয়ে আদালতে মামলা বিচারাধীন থাকলেও বিরোধী পক্ষ লাঠিয়াল বাহিনী নিয়ে জমি দখল করছেন। কেউ কেউ দীর্ঘদিন জমির মালিকানার দলিলপত্র নিয়ে ঘুরলেও দখল নিতে পারছেন না। প্রকৃত মালিক এবং দখলদারের মাঝে ঢুকে পড়ছে তৃতীয় পক্ষ। সদর উপজেলার ডোকোরোপাড়া গ্রামের বিধবা রৌসনারা বেগম তিন মেয়েকে নিয়ে বসবাস করেন। আটোয়ারী উপজেলায় মির্জাপুর এলাকায় স্বামীর দুই বিঘা জমি ৩০ বছর ধরে ভোগদখল করে আসছেন তারা। সম্প্রতি এলাকার কিছু লোক ওই জমির মালিকানা দাবি করে দখল করে নিয়েছেন। রৌসনারা বলেন, ‘আমার জমির কাগজপত্র সঠিক। কিছু লোক নকল কাগজ দেখিয়ে জোর করে জমিটা দখল করে নিয়েছেন। আমি প্রতিদিন আদালত আর মানুষের কাছে দৌড়াদৌড়ি করতে হয়।’ তেঁতুলিয়া উপজেলার ডিমাগজ গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক দেলোয়ার হোসেন জানান, ৫০ বছর আগে কেনা আমার জমির রেকর্ড সংশোধনের জন্য আদালতে মামলা করেছি। ১০ বছর ধরে মামলাটি বিচারাধীন। রায় না হওয়ার আগেই জমিটি জোর করে দখল করেছে বিরোধী পক্ষ। জমিজমা নিয়ে এমন বহু অপ্রীতিকর ঘটনা ঘটছে পঞ্চগড়ে। মির্জাপুর ইউপি চেয়ারম্যান ওমর আলী জানান, জমির বিরোধ নিয়ে প্রতিদিন দুই-তিনটা শালিস করতে হয়। গ্রামের মানুষের এখন অভাব নেই। কিন্তু সম্পত্তি ঘিরে আইনি জটিলতা ও আদালতের রায়ের দীর্ঘসূত্রতা তাদের চিন্তার কারণ। তেঁতুলিয়া থানার ওসি জহুরুল ইসলাম জানান, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য আমরা নানা সামাজিক উদ্যোগ নিই। অনেকে তা মেনে নেয় অনেকে মানে না।

অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল মান্নান (রাজস্ব) বলেন, ভূমি দখলদারদের বিরুদ্ধে আমরা অভিযোগ পাই। তদন্ত করে ব্যবস্থাও নেওয়া হয়। আদালতের বিষয়ে কোনো মন্তব্য করার সুযোগ নেই। ব্যক্তি মালিকানার জমির সমস্যা আদালতই নিরসন করবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর