শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

স্কুলের সীমানাপ্রাচীর নিয়ে বিরোধ

শ্রীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর উপজেলার টেংরা নছর উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চার শতক জায়গা বাদ দিয়ে পাকা সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে। অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে এ নিয়ে ক্ষোভ সৃষ্টি হয়েছে। স্কুল পরিচালনা কমিটির নেতা ইব্রাহীম মাহমুদ জানান, ছফির উদ্দিন নামে স্থানীয় এক ব্যক্তি ৩৩ শতক জমি দান করে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। বিদ্যালয়ের পাশে কবরস্থানের জন্যও নির্দিষ্ট পরিমাণ জায়গা ওয়াকফ করে দেন। এর দলিল-দস্তাবেজও রয়েছে। কিন্তু প্রধান শিক্ষক জেনেশুনে ৪ শতক জায়গা বাদ দিয়ে ২৯ শতক জায়গার মধ্যে সীমানাপ্রাচীর নির্মাণে সহযোগিতা করছেন। ওই চার শতক জমি আত্মসাতের চেষ্টা চলছে।  প্রধান শিক্ষক আয়েশা                    আক্তার জানান, সীমানা প্রাচীর নির্মাণ প্রায় হয়ে গেছে। পরবর্তীতে অন্য প্রকল্পের মাধ্যমে বাকি জায়গা ভরাট করা হবে।

সর্বশেষ খবর