রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

খুলছে যোগাযোগের নতুন দুয়ার

প্রশস্ত হচ্ছে শেরপুর-ময়মনসিংহ মহাসড়ক, বাঁচবে সময় ও অর্থ

শেরপুর প্রতিনিধি

খুলছে যোগাযোগের নতুন দুয়ার

চলছে শেরপুর-ময়মনসিংহ সড়ক প্রশস্তকরণ কাজ -বাংলাদেশ প্রতিদিন

শেরপুর-ময়মনসিংহ ৬৯ কিমি মহাসড়কটি দীর্ঘদিন ধরে সরু অবস্থায় রয়েছে। এই সরু সড়ক দিয়ে শেরপুর, কুড়িগ্রাম, জামালপুর ও ময়মসিংহের হালুয়াঘাটের মানুষ যাতায়াত। শেরপুরে রেললাইন না থাকায় এই অঞ্চলের পণ্যও এই সড়ক দিয়ে যায় বিভিন্ন এলাকায়। রাস্তা সরু হওয়ায় প্রতিনিয়ত হয় যানজট। প্রায়ই ঘটে দুর্ঘটনা। জনগুরুত্বপূর্ণ এ সড়কটি প্রসস্ত করার কাজ শুরু হয়েছে গত বুধবার। কাজ শেষ হলে এ অঞ্চলের মানুষের যাতায়াতে নতুন দুয়ার উন্মোচন হবে। বর্তমানে শেরপুর-ময়মনসিংহ মহাসড়কের প্রস্থ ১৮ ফুট। এটি ৩৮ ফুট প্রস্থ করতে কাজ শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। সওজ বিভাগ সূত্রে জানা যায়, ৬৯ কিমি রাস্তা প্রশস্ত করতে সরকারের অর্থ ব্যয় হবে প্রায় ৮০০ কোটি টাকা। এর মধ্যে শেরপুর থানা মোড় থেকে নকলা উপজেলার (শেরপুর অংশ) সীমান্ত পর্যন্ত ৩০ কিমিতে ৩০০ কোটি এবং বাঁশহাটি ফুলপুর থেকে ময়মনসিংহ চীন-বাংলাদেশ মৈত্রি সেতু পর্যন্ত ৩৯ কিমি রাস্তায় ব্যয় ধরা হয়েছে ৫০০ কোটি টাকা। শেরপুর ও ময়মনসিংহ দুই অংশের কাজ এক সঙ্গে শুরু ও দ্রুত শেষ করতে সড়ক বিভাগ চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে। গাড়ি চালকরা জানান- এই সংস্কার শেষ হলে শেরপুর-ময়মনসিংহে যাতায়াতে সময় লাগবে মাত্র দুই ঘণ্টা। বর্তমানে এই ৬৯ কিমি রাস্তায় আসা-যাওয়ায় সময় লাগে কম হলেও ৫ ঘণ্টা। সড়কটি প্রশস্ত হলে একদিকে সময় কম লাগবে অন্যদিকে গাড়ি ভাড়াও কমবে। কাজের (একাংশ) ঠিকাদার মাসুদ হাইটেক ইঞ্জিনিয়ারিং লি. এর স্বত্বাধিকারী মাসুদ রানা জানান কাজ শুরু হয়েছে। কোনো বাধা-বিপত্তি না থাকলে নির্ধারিত সময়ের আগেই কাজ বুঝিয়ে দেওয়া হবে। শেরপুর সওজের নির্বাহী প্রকৌশলী খন্দকার শরিফুল আলম জানান এই রাস্তার কাজটি শুরু হওয়া নিঃসন্দেহে এ এলাকার মানুষের জন্য মাইলফলক। সরকারের উন্নয়নের অংশ হিসেবে কাজটি বিশেষ গুরুত্ব দিয়ে করা হবে। শেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান বলেন, রাস্তাটি ডাবলকরণ এই এলাকার মানুষের দীর্ঘদিনে দাবি। অবশেষে প্রধানমন্ত্রীর দয়ায় স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। শেরপুর সদর আসনের এমপি ও সংসদের হুইপ আতিউর রহমান আতিক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উপহার এলাকার মানুষ স্মরণীয় করে রাখবে। রাস্তা ডাবল হলে শেরপুরে শিল্পায়ন হবে পর্যটনেও আগ্রহ বাড়বে। মানুষের কর্মসংস্থান হবে।

সর্বশেষ খবর