রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

যুগের পর যুগ পরিত্যক্ত সরকারি বিভিন্ন ভবন

বাগেরহাট প্রতিনিধি

যুগের পর যুগ পরিত্যক্ত সরকারি বিভিন্ন ভবন

বাগেরহাটের মোরেলগঞ্জে সরকারি বিভিন্ন দফতরের কয়েকটি ভবন যুগ যুগ ধরে পরিত্যক্ত পড়ে আছে। সংশ্লিষ্ট এ বিষয়ে নেই কোনো তদারকি। উপজেলা প্রশাসনের মাধ্যমে ভবনগুলো অপসারণের জন্য একাধিকবার জানানো হলে আইনি জটিলতায় এর সুরাহা হচ্ছে না। জরাজীর্ণ এ সব ভবন যে কোনো সময় ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।   জানা যায়, মোরেলগঞ্জ উপজেলা প্রশাসনিক চত্বরে ৮০ দশকে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) একটি ভবন নির্মাণ করে। ভবনটিতে এক সময় সংশ্লিষ্ট দফতরের সার, বীজ, কীটনাশকসহ কৃষি যন্ত্রাংশ রাখা হতো। এর পাশেই আছে উপজেলা প্রশাসনিক ভবন নামে আরেকটি স্থাপনা। এই ভবনে চলত শিক্ষা, হিসাব রক্ষণসহ বিভিন্ন অফিসের কার্যক্রম। একই রকম অন্য একটি ভবনে রাখা হতো উপজেলা পরিষদ চেয়ারম্যানের ব্যবহৃত ও কৃষি দফতরের গাড়ি। এ ভবনগুলো যুগ যুগ ধরে পরিত্যক্ত পড়ে আছে। পলেস্তারা খসে বেরিয়ে গেছে ইট, রড। ছাদ ভেঙে পড়ছে পানি। প্রখর রোদ কিংবা বৃষ্টির সময় প্রায়ই এ জরাজীর্ণ ভবনে আশ্রয় নেন পথচারীরা। তখন পলেস্তারা ধসে ইতিমধ্যে আহত হয়েছেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তাসহ কয়েকজন। মোরেলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা রেহেনা পারভিন বলেন, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন-বিএডিসি পরিত্যক্ত ভবনটির সঙ্গে কৃষি দফতরের কোনো সংশ্লিষ্টতা নেই। এ ভবনটি সম্পর্কে তিনি জানেন না। মোরেলগঞ্জের ইউএনও দেলোয়ার হোসেন বলেন, উপজেলা চত্বরে দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ভবনগুলো দ্রুত অপসারণের জন্য তিনি জেলা প্রশাসককে জানাবেন। উপজেলা চেয়ারম্যান শাহ-ই আলম বাচ্চু বলেন, ইতিমধ্যে আমিসহ একটি টিম পরিত্যক্ত ভবনগুলো পরিদর্শন করে তা অপসারণের জন্য সংশ্লিষ্ট দফতরে লিখিতভাবে জানিয়েছি। আইনি জটিলতার কারণে সুরহা হচ্ছে না।

সর্বশেষ খবর