রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

টিউবওয়েলের পানিতে করোনা মুক্তির গুজব

মেহেরপুর প্রতিনিধি

টিউবওয়েলের পানিতে করোনা মুক্তির গুজব

মেহেরপুর গাংনী উপজেলার ভাবানিপুর গ্রামে একটি টিউবওয়েল থেকে হাতলে চাপ বা কোনো ইলেকট্রিক সংযোগ ছাড়াই অবিরাম পানি বের হচ্ছে। বিষয়টি অলৌকিক ভেবে ওই পানিতে করোনাসহ বিভিন্ন রোগমুক্তি হচ্ছে বলে এলাকায় গুজব ছড়িয়ে পড়েছে। মানুষ ওই টিউবয়েলের পানি নিতে দলে দলে ছুটে আসছে। স্বাস্থ্য বিভাগ বলছে এক পানিতে সব রোগের মুক্তি মিলবে এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। সরেজমিনে গিয়ে দেখা যায়, টিউবয়েলটির পানি পানি পান করাসহ মানুষ বোতলে করে নিয়ে যাচ্ছে। যারা যেতে পারছেন না তারা নিকট আত্মীয় বা অন্যের মাধ্যমে পানি সংগ্রহ করছেন। তবে ওই পানি খেয়ে কারো রোগমুক্তি হয়েছে এমন খবর পাওয়া যায়নি। এলাকাবাসীর দাবি, অলৌকিকভাবে টিউবয়েলে পানি উঠছে। এই পানির উছিলায় করোনাসহ অন্য রোগ থেকে আল্লাহ হেফাজত করবে সেই প্রত্যাশায় লোকজন পানি নিয়ে যাচ্ছে। টিউবয়েল মালিক আনারুল ফকির জানান, অটো পানি বের হওয়ার বিষয়টি ছেলেরা মোবাইলে ভিডিও করে ফেসবুকে দেওয়ায় এখন লোকজন পানি নিতে আসছে। একটি ছেলে এই পানি খেয়ে নাকি সুস্থ হয়েছে। তার মাধ্যমে রোগমুক্তির বিষয়টিও ছড়িয়ে পড়ে। গাংনীর উপ-সহকারী প্রকৌশলী আবু সালেহ মো. মাহফুজুর রহমান বলেন, অতিবৃষ্টির কারণে পানির লেয়ার উপরে উঠে যায়। এ কারণে কখনও কখনও অনবরত পানি বের হতে পারে। আবার গ্যাস থাকার কারণে চাপ বাড়লেও পানি বের হতে পারে।

সর্বশেষ খবর