রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

বছর না ঘুরতেই অবৈধ স্থাপনা!

বিশ্বনাথ প্রতিনিধি

বছর না ঘুরতেই অবৈধ স্থাপনা!

সিলেটের বিশ্বনাথ উপজেলায় উচ্ছেদের বছর ঘুরতে না ঘুরতেই সরকারি খালের জমিতে আবার গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। আগে গুঁড়িয়ে দেওয়া স্থাপনার জায়গায় তৈরি করা হয়েছে নতুন ঘর। বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের নিহালের নোয়াগাঁও মার্কেটের পাশে সরকারি খাল ‘চরচন্ডী’। এই খালের জমি দখল করে ২০১৭ সালে অবৈধ স্থাপনা নির্মাণ করেন পশ্চিম নোয়াগাঁও গ্রামের এক ব্যক্তি। এ ঘটনায় তার বিরুদ্ধে তৎকালীন ইউনিয়ন ভূমি কর্মকর্তা মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে গত বছরের ২২ অক্টোবর খালের ওপর নির্মিত ওই অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। সরেজমিনে দেখা যায়, গুড়িয়ে দেওয়া স্থাপনার জায়গায় নতুন স্থাপনা নির্মাণ করা হয়েছে। খাল দখল করে তোলা হয়েছে দুটি দোকান ঘর। দোকানের নিচে ব্যবহার করা হয়েছে স্থায়ী ঢালাই খুঁটি। এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করে অভিযুক্ত আবদুল মান্নানকে পাওয়া যায়নি। ‘অবৈধ স্থাপনা’ দেখাশুনার দায়িত্বে থাকা তার চাচাতো ভাই নূর আলী জানান, এ বিষয়ে তার কিছু জানা নেই। তিনি শুধু দোকান ঘরের ভাড়ার বিষয়টি দেখেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুজ্জামান বলেন, সরকারি খাল দখলের অভিযোগের সত্যতা পেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 

সর্বশেষ খবর