রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা
ঢাবিছাত্রী সুমাইয়ার মৃত্যু

ময়নাতদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে মানববন্ধন

নাটোর প্রতিনিধি

নাটোরের মেধাবী ছাত্রী ও গৃহবধূ সুমাইয়া আত্মহত্যা করেছে বলে দেওয়া ময়নাতদন্ত প্রতিবেদনের প্রতিবাদে গতকাল সকালে নাটোরে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়েছে। শহরের বলাড়িপাড়া এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে এলাকাবাসীসহ সুমাইয়ার পরিবারের সদস্যরা অংশ নেন। এ সময় অভিযোগ করা হয়, সুমাইয়াকে পরিকল্পিতভাবে স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা হত্যা করেছে। তারা প্রভাবশালী হওয়ায় এবং তাদের প্রভাবে প্রভাবিত হয়েই ময়নাতদন্ত প্রতিবেদনে হত্যাকে আত্মহত্যা বলে দেখানো হয়েছে। বিক্ষুব্ধরা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তা কামনা ও সুষ্ঠু বিচার দাবি করেন। উল্লেখ্য, অভিযোগ অনুযায়ী গত ২২ জুন সুমাইয়াকে হত্যার পর তার মরদেহ হাসপাতালে ফেলে রেখে যায় শ্বশুরবাড়ির লোকজন।

সর্বশেষ খবর