রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার গোমতী নদীর আদর্শ সদর উপজেলা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনসহ নদীর বাঁধসংলগ্ন এলাকা থেকে মাটি কেটে বিক্রির অভিযোগ উঠেছে। নগরীর নজরুল এভিনিউ এলাকার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে গতকাল এ অভিযোগ করেন নদীর পাঁচটি বালু মহালের ইজারাদার মাহাবুবুর রহমান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের কাউন্সিলর জাহাঙ্গীর আলম বাবুল, আওয়ামী লীগ নেতা মনির হোসেন, মাসুদুর রহমান, মোশারফ হোসেন শামীম, রাশেদ মিনহাজ প্রমুখ। কুমিল্লার জেলা প্রশাসক আবুল ফজল মীর বলেন, আমরা মাহবুবুর রহমানকে তার ইজারার স্থান বুঝিয়ে দিয়েছি। অনিয়মের অভিযোগের বিষয়ে খোঁজ নিয়ে দেখা হবে।

সর্বশেষ খবর