সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা
চেয়ারম্যানকে উপজেলা পরিষদে ঢুকতে বাধা

ধাওয়া-পাল্টা ধাওয়ায় আহত ১০

কিশোরগঞ্জ প্রতিনিধি

ধাওয়া-পাল্টা ধাওয়ায় আহত ১০

পাকুন্দিয়ায় আওয়ামী লীগের দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া -বাংলাদেশ প্রতিদিন

প্রতিপক্ষের বাধায় উপজেলা পরিষদে ঢুকতে পারেননি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেণু। এ সময় উভয় পক্ষের সমর্থকের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এতে আহত হয়েছেন ১০ জন। গতকাল এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, পাকুন্দিয়া উপজেলা পরিষদের বরখাস্ত চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম রেণু হাইকোর্ট থেকে স্বপদে বহালের আদেশ পান। আদেশের পরিপ্রেক্ষিতে তিনি গতকাল দুপুরে ঢাকা থেকে পাকুন্দিয়ায় আসেন। সমর্থকসহ তিনি পাকুন্দিয়া সদরে আসার আগেই প্রতিপক্ষ গ্রুপ উপজেলা পরিষদের সামনে অবস্থান নেয়। বাধার মুখে তিনি উপজেলা পরিষদে ঢুকতে পারেননি। একপর্যায়ে উভয় পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়ায় ১০ জন আহত হন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। বাধা দেওয়া প্রসঙ্গে জেলা জাতীয় শ্রমিক লীগের উপদেষ্টা আতাউল্লাহ সিদ্দিক মাসুদ বলেন, আমরা শান্তিপূর্ণ অবস্থানে বিশ্বাসী। কিন্তু রফিকুল ইসলাম রেণুর সমর্থকরা অস্ত্রশস্ত্র নিয়ে উপজেলা পরিষদে ঢোকার চেষ্টা করেছিল। জনতা সেটা প্রতিহত করেছে। রফিকুল ইসলাম রেণু বলেন, অবৈধ বালু উত্তোলন ও লুটপাটে বাধা দেওয়ায় তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে বরখাস্ত করা হয়েছিল। তিনি বলেন বাধা উপেক্ষা করেই তিনি উপজেলা পরিষদে ঢুকতে পারতেন। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার কথা চিন্তা করে তিনি সেটা করেননি।

সর্বশেষ খবর