সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

স্বরূপকাঠি পৌরমেয়রের বিরুদ্ধে জিডি

জোর করে স্ট্যাম্পে সই নেওয়ার অভিযোগ

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের স্বরূপকাঠি পৌরসভার মেয়রের বিরুদ্ধে বৃদ্ধার কাছ থেকে জোর করে স্ট্যাম্পে টিপসই (আঙুলের ছাপ) নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় হালিমা খাতুন (৯২) নামের ওই বৃদ্ধা স্বরূপকাঠি থানায় মেয়র গোলাম কবিরের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছিলেন। গত বৃহস্পতিবার বিকালে এ ডায়েরি করার পর দিন রাতে মারা যান ওই বৃদ্ধা। অভিযোগ সূত্রে জানা যায়, হালিমা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জাহিদ হোসেনের মা। তিনি জিডিতে অভিযোগ করেন, তার দুই মেয়েকে সম্পত্তি থেকে বঞ্চিত করতে পুত্রবধূ জেবুন্নেছার যোগসাজশে মেয়র কবির জবরদস্তি করে তার কাছ থেকে বৃহস্পতিবার সকালে টিপসই নিয়েছেন। পৌরমেয়র গোলাম কবির জানান, জোর করে কোনো টিপসই নেওয়া হয়নি। ওই ভদ্র মহিলার ভাগ্নে সাবেক এমপি অধ্যক্ষ শাহ আলমের সঙ্গে তিনি ওই পরিবারের বিরোধ মীমাংসায় উপস্থিত ছিলেন। হালিমা ছেলের সম্পত্তি থেকে তার প্রাপ্ত জমি (মায়ের আগে ছেলের মৃত্যুতে প্রাপ্ত অংশ) এতিম নাতিদের স্বেচ্ছায় দান করেছেন।

সর্বশেষ খবর