সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া ও নোয়াখালীতে আরও তিন শিশু

প্রতিদিন ডেস্ক

ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া ও নোয়াখালীতে পানিতে ডুবে প্রাণ হারিয়েছে তিন শিশু। ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গতকাল সন্ধ্যায় সদর উপজেলার নারগুন ডাঙ্গীপুকুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নারগুন ইউনিয়নের সিসমত দৌলতপুর গ্রামের আজিব উদ্দিনের বাবা জাল দিয়ে মাছ ধরতে বাড়ির পাশেই ডাঙ্গীপুকুরে যায়। এ সময় আজিব উদ্দিনের দুই ছেলে নাহিদ হোসেন (৮) ও আব্দুল (৫) দাদার পিছনে পিছনে যায়। এ সময় দাদার অজান্তে পানিতে পড়ে যায় নাহিদ ও আব্দুল। নারগুন ইউনিয়নের চেয়ারম্যান পয়গাম আলী দুঃখ প্রকাশ করে বলেন- সচেতনতার অভাবে এই দুর্ঘটনা ঘটেছে। তাই পরিবারের লোকদের সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি। ব্রাহ্মণবাড়িয়া : কসবায় শালুক কুড়াতে গিয়ে খালের পানিতে ডুবে ফাতেমা আক্তার (৮) ও মীম আক্তার (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল উপজেলার শরৎনগর গ্রামে এ ঘটনা ঘটে। ফাতেমা ওই গ্রামের তৌহিদ মিয়ার  ও মীম জাহাঙ্গীর হোসেনের মেয়ে। তারা সম্পর্কে চাচাতো বোন। নোয়াখালী : সুবর্ণচরে লাইবা জাহান (৫) নামে এক শিশু পুকুরের পানিতে ডুবে মারা গেছে। লাইবা উপজেলার চরমজিদ গ্রামের ভূঁইয়ার হাটের  দিলালর মেয়ে। শনিবার রাত ৯টার দিকে ফায়ার সার্ভিসে সদস্যরা পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে।

সর্বশেষ খবর