সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা
দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক

দ্রুত এগোচ্ছে প্রশস্তকরণ কাজ

দিনাজপুর প্রতিনিধি

দ্রুত এগোচ্ছে প্রশস্তকরণ কাজ

দিনাজপুর-গোবিন্দগঞ্জ ১০৬ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণের কাজ করোনা সংকট কাটিয়ে দ্রুত গতিতে এগিয়ে চলছে। করোনা পরিস্থিতির কারণে কাজে বিঘ্ন ঘটায় প্রকল্পটি শেষ হতে বেশি সময় লাগতে পারে বলে জানায় সড়ক বিভাগ। এদিকে কাজ চলমান থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে এই সড়কে চলাচলকারী যানবাহনকে। দিনাজপুর সড়ক ও জনপথ বিভাগ (সওজ) কার্যালয় সূত্রে জানা যায়, ২০১৮ সালের জুলাই থেকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে নয়টি প্যাকেজের মাধ্যমে ১০৬ কিলোমিটার প্রশস্তকরণ কাজ শুরু হয়েছে। মহাসড়কটির প্রস্থ বর্তমানে পাঁচ দশমিক ৫ মিটার। এটা বাড়িয়ে ৯ দশমিক ৭ মিটার করা হচ্ছে। এই রাস্তায় ১০০টি কালভার্ট নির্মাণ হচ্ছে। রাস্তার সব নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় ৮৮৩ কোটি টাকা। বিশিষ্টজনরা বলছেন, ভবিষ্যতের কথা মাথায় না রেখেই কালভার্টগুলো নির্মাণ করা হচ্ছে। ভবিষতে এই রাস্তাটি চার বা ছয় লেন হলে তখন এই ১০০ কালভার্টের নির্মাণর ব্যয়সহ নতুন করে ভোগান্তি বাড়বে। এ ব্যাপারে দিনাজপুর সওজের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা জানান, রাস্তাটি যদি কখনো চার বা ছয় লেন হয় তখন কালভার্টগুলোকে আবার প্রশস্ত করতে হবে। এখন নির্মাণ করা কালভার্টগুলো রাস্তা থেকে উভয় পাশে চার ফিট করে মোট ৮ ফিট বেশি থাকবে। তিনি আরও বলেন, সড়কটি নির্মাণের কারণে জনগণের সাময়িক সমস্যা হলেও কাজ শেষ হলে ঘোড়াঘাট থেকে দিনাজপুরে যাতায়াত আগের চেয়ে সহজ হবে। ২০২১ সালের ৩০ জুনের মধ্যে ৯টি প্যাকেজের এই রাস্তাটি নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

সর্বশেষ খবর