সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

জীবিত নজরুল ইসির ওয়েব পোর্টালে মৃত!

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের তেঁতুলবাড়িয়া গ্রামের শিলিল পাড়ার নজরুল ইসলাম জীবিত থাকলেও সরকারি খাতায় তিনি মৃত। গাংনী উপজেলা নির্বাচন অফিস তাকে মৃত দেখিয়ে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েব পোর্টাল থেকে তার সব তথ্য মুছে দিয়েছে। তথ্য কিভাবে মুছলো বা তাকে কেন মৃত দেখানো হলো এমন প্রশ্নের সদুত্তর দিতে পারেননি নির্বাচন অফিস। নজরুল ইসলাম তেঁতুলবাড়িয়া গ্রামের শিলিল পাড়ার দিদার শিলিলের ছেলে। তার জাতীয় পরিচয়পত্র নম্বর ৫৭১৪৭৯৪৩৫১৮৯৪। নজরুল ইসলাম জানান, ব্যক্তিগত কাজে ইউনিয়ন পরিষদে গেলে জানতে পারেন নির্বাচন কমিশনের ওয়েব পোর্টালে তিনি মৃত। তাই ভোটার তালিকা থেকে তার নামসহ সব তথ্য অপসারণ করা হয়েছে। বিষয়টি যাচাই করতে নির্বাচন অফিসে গেলে ভোটার তালিকায় নাম নেই বলে নির্বাচন অফিস নিশ্চিত করে। তেঁতুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, নজরুল ইসলামকে পুনরায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে জাতীয় পরিচয়পত্র দিতে গত ৯ সেপ্টেম্বর প্রত্যয়ন দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর