মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

পদ্মায় বিলীন ইউনিয়ন পরিষদ ভবন

মাদারীপুর প্রতিনিধি

পদ্মায় বিলীন ইউনিয়ন পরিষদ ভবন

এই ভবনটি গতকাল পদ্মায় বিলীন হয়ে গেছে -বাংলাদেশ প্রতিদিন

পদ্মা নদীর ভয়াবহ ভাঙনে এবার বিলীন হলো মাদারীপুরের শিবচরের চরাঞ্চলের বন্দরখোলা ইউনিয়ন পরিষদের দ্বিতল ভবন। গতকাল বিকালে পুরো ভবনটি পদ্মা নদীতে বিলীন হয়ে গেছে। কয়েক বছর আগেও ভবনটি নদী থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে ছিল। পাশেই একটি কমিউনিটি ক্লিনিক ও কাজীরসুরা বাজারের অর্ধশতাধিক দোকানপাটসহ বিস্তীর্ণ জনপদ ভয়াবহ ভাঙন ঝুঁকিতে রয়েছে। চলতি বন্যা ও নদীভাঙনে শিবচরের চরাঞ্চলের ৪টি বিদ্যালয় নদীতে বিলীন হয়ে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। চলতি বন্যায় চরের বন্দরখোলা ইউনিয়নের নুরুদ্দিন মাদবরকান্দি এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের ৩ তলা ভবন, চরজানাজাত ইউনিয়নের ইলিয়াস আহমেদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের একাধিক স্থাপনা ও ইউনিয়ন পরিষদ, কাঁঠালবাড়ি ইউনিয়নের  ৭৭ নম্বর কাঁঠালবাড়ি সরকারি বিদ্যালয় কাম সাইক্লোন সেন্টারের তিনতলা ভবনটি বিলীন হয়। আক্রান্ত হয় সহস্রাধিক ঘরবাড়ি।

মাদারীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতীম সাহা বলেন, শিবচরের চরাঞ্চরের একটি ইউনিয়ন পরিষদ ভবন পদ্মা নদীর ভাঙনে বিলীন হয়ে গেছে। এর আগে আমরা বালুর বস্তা ফেলে ভাঙন রোধের চেষ্টা করেছিলাম। কিন্তু তীব্র স্রোতের কারণে ভাঙন ঠেকানো যায়নি।

সর্বশেষ খবর