মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

১৪ দিনেও সন্ধান মেলেনি মুফতির

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

দুই সপ্তাহেও খোঁজ পাওয়া যায়নি ব্রাহ্মণবাড়িয়ার মুফতি মাওলানা মিজানুর রহমান কাসেমীর। তার সন্ধান পেতে সংবাদ সম্মেলন করেছে পরিবার। গতকাল ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১ সেপ্টেম্বর হাটহাজারী থেকে ব্রাহ্মণবাড়িয়ায় নিজ বাড়িতে ফেরার পথে নিখোঁজ হন তিনি। মিজানুর রহমান ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের শরীফপুর কান্দাপাড়া গ্রামের আবদুল ওয়াহাবের ছেলে। তিনি ভারতের দেওবন্দ মাদ্রাসা থেকে মুফতি এবং হাটহাজারী মাদ্রাসা থেকে মুফাসসির কোর্স সম্পন্ন করেন। নিখোঁজ মুফতির সন্ধান পেতে  প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন পরিবারের সদস্যরা। সংবাদ সম্মেলনে মিজানুর রহমানের বৃদ্ধ বাবা আব্দুল ওয়াহাব, শ্বশুর এরশাদুল হক, হাফেজ ইদ্রিস, মুফতি এনামুল হাসান উপস্থিত ছিলেন। 

সর্বশেষ খবর