মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

কিশোরগঞ্জে চাঁদাবাজি বন্ধের দাবি

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে সংবাদ সম্মেলন করে চাঁদাবাজি বন্ধসহ পাঁচদফা দাবি জানিয়েছেন ইজিবাইক শ্রমিক ট্রেড ইউনিয়ন। গতকাল জেলা কমিউনিস্ট পার্টি কার্যালয়ে সংগঠনের কিশোরগঞ্জ পৌর শাখা এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। লিখিত বক্তব্যে সংগঠনের আহ্বায়ক রফিকুল ইসলাম সৈয়দ বলেন, তারা ইজিবাইক শ্রমিকদের কাছ থেকে নবায়ন/নিবন্ধন ফি বাবদ ৫ হাজার টাকার পরিবর্তে ২ হাজার টাকা নির্ধারণ করে অক্টোবর পর্যন্ত সময়সীমা বর্ধিত করা এবং আদায় করা ৩০ লক্ষাধিক টাকা শ্রমিকদের কল্যাণে ব্যয় করার দাবি জানান। সংবাদ সম্মেলনে ইজিবাইকচালক রজব আলী ও মুর্শেদ আলমের ওপর নির্যাতন ও হয়রানি করার প্রতিবাদ করা হয়। বক্তব্য রাখেন, সিরাজুল ইসলাম সাত্তার, আব্দুর রহমান রুমী, অ্যাডভোকেট এনামুল হক, মাজহারুল ইসলাম দেওয়ান, শরীফুল আলম, বাবুল মিয়া প্রমুখ।

সর্বশেষ খবর