মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

সোনাতলায় মাথা গোঁজার ঠাঁই পাচ্ছে ৩২০ পরিবার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার সোনাতলা উপজেলার দুটি চরে ৬ কোটি টাকা ব্যয়ে ৩২০ ভূমিহীন পরিবারের মাথা গোঁজার ঠাঁই করে দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ প্রকল্পে সোনাতলার তেকানীচুকাইনগর ইউনিয়নের চরচুকাইনগর ও চরমহনপুরে গুচ্ছগ্রাম নির্মাণের জন্য ১৩০০ মেট্রিক টন খাদ্যশস্যের বিনিময়ে মাটি কাটার কাজ সম্পন্ন করা হয়। ওই দুটি গুচ্ছগ্রামে এখন ব্যারাক নির্মাণের কাজ শুরু হবে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে চরচুকাইনগরে ৪২টি ও চরমহনপুরে ২২টি- মোট ৬৪টি ব্যারাক নির্মাণ হবে। সে ব্যারাকগুলোয় ৩২০টি পরিবার মাথা গোঁজার ঠাঁই পাবে। ইতোমধ্যে সেনাবাহিনীর একটি দল সংশ্লিষ্ট জায়গা পরিদর্শন করেছে। ওই দুটি গুচ্ছগ্রামে ব্যারাক নির্মাণে সরকারের ব্যয় হবে ৬ কোটি টাকা। এর মধ্যে চরচুকাইনগরে ৪ কোটি ও চরমহনপুরে ২ কোটি টাকা। ওই দুটি স্থানে গুচ্ছগ্রাম স্থাপন করায় ভূমিহীন শ্রেণির মানুষ খুঁজে পাবে মাথা গোঁজার ঠাঁই। ইতোমধ্যে যাদের ঘর বরাদ্দ দেওয়া হবে তাদের প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয়েছে। তেকানীচুকাইনগর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ শামছুল হক ম-ল জানান, যমুনা নদীর মধ্যবর্তী এলাকায় দুটি গুচ্ছগ্রাম নির্মাণ হওয়ায় হতদরিদ্র মানুষের চোখেমুখে আনন্দের ছাপ ফুটে উঠেছে। সোনাতলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান জানান, এটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি বিশেষ প্রকল্প। সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন জানান, বর্তমান সরকারের শাসনামলে একজন মানুষও যাতে গৃহহীন না থাকে এজন্য সরকারপ্রধান শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

সর্বশেষ খবর