বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

হাসপাতালে ঢুকে দায়িত্বরত চিকিৎসককে মারধর

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

হাসপাতালে ঢুকে দায়িত্বরত চিকিৎসককে মারধর

নালিতাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত অবস্থায় দেলোয়ার হোসেন নামে এক চিকিৎসককে বেধড়ক মারধরের অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাত ১০টার দিকে সাকিল নামে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। হাসপাতাল সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বাঘবেড় ইউনিয়নের জাঙ্ঘালিয়াকান্দা গ্রামের মফিজ উদ্দিনের ছেলে সাকিল (৩৬) অসুস্থ হয়ে পড়লে স্বজনেরা তাকে হাসপাতালে কর্মরত উপ-সহকারী কমিউনিটি

মেডিকেল অফিসার আব্দুর রউফকে বাড়ি নিয়ে যান। বাড়ি গিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর রোগীকে হাসপাতালে আনার পরামর্শ দেন তিনি। হাসপাতালে নেওয়ার পথে সাকিল মারা যান। এতে স্বজনরা ক্ষুব্ধ হন। তারা হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে দায়িত্বরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার দেলোয়ার হোসেনের ওপর চড়াও হয়। কিছু বুঝে ওঠার আগেই চিকিৎসক দেলোয়ারকে মারধর করে। এ ঘটনায় রাতেই থানায় মামলা করা হয়েছে। গতকাল সকাল থেকে বেলা ১টা পর্যন্ত বন্ধ রাখা হয় বহির্বিভাগ ও আন্তবিভাগের কার্যক্রম। উপজেলা চেয়ারম্যান ও ওসি এসে আসামিদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিলে চিকিৎসা কার্যক্রম স্বাভাবিক হয়। নালিতাবাড়ী থানার ওসি বছির আহাম্মেদ বাদল বলেন, হামলার ঘটনায় রাতেই মামলা হয়েছে। আসামিদের ধরতে অভিযান চলছে।

সর্বশেষ খবর