শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা
ইউপির উদ্যোগে আর্সেনিকমুক্ত প্লান্ট

শার্শায় নিরাপদ পানি পাচ্ছে দুই হাজার পরিবার

বেনাপোল প্রতিনিধি

শার্শায় নিরাপদ পানি পাচ্ছে দুই হাজার পরিবার

আর্সেনিকমুক্ত পানির প্লান্ট

যশোরের শার্শা উপজেলা সদর ইউনিয়নের আর্সেনিকমুক্ত বিশুদ্ধ সাপ্লাই পানির সুফলতা পেতে শুরু করেছেন সাধারণ মানুষ। শার্শা সদর ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় আর্সেনিকমুক্ত পানির প্লান্ট থেকে  দুই হাজার পরিবারের বাড়িতে পাইপের মাধ্যমে পৌঁছে যাচ্ছে এ পানি। সকাল ৭টা ও দুপুর ২টায় দিনে দুই বার পানি সরবরাহ করা হয়। জানা যায়, গত বছরের মার্চ মাস থেকে আর্সেনিকমুক্ত পানির প্লান্ট প্রকল্পের যাত্রা শুরু। শার্শা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ব্যবস্থাপনায় চার কোটি টাকা ব্যয়ে প্রকল্প সম্পন্ন হয়। এক লাখ লিটার ধারণক্ষমতার ট্যাংকটিতে গভীর নলকূপের মাধ্যমে পানি তোলা হয়। এই পানি আর্সেনিক ও আয়রনমুক্ত। ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় প্রতিটি পরিবারকে মাসে ১৫০-১৯০ টাকার বিনিময়ে পানি সরবরাহ করা হয়ে থাকে। এই টাকা দিয়ে তদারককারিদের বেতন-ভাতাসহ অন্য খরচ বহন করা হয়।শার্শা সদর ইউপি চেয়ারম্যান সোহারব হোসেন বলেন, এটা আর্সেনিক ঝুঁকিপূর্ণ এলাকা। সাধারণ মানুষ যাতে বিশুদ্ধ পানি পায় সেজন্য সরকারিভাবে এই প্রকল্প গ্রহণ করা হয়। বিভাগীয় শহর কিংবা মহানগরীর মানুষের কাছে সাপ্লাই পানি সম্পর্কে একটা ধারণা থাকলেও মফস্বল এলাকায় এই ধারণা না থাকায় প্রকল্পের প্রথম পর্যায়ে কিছুটা অসুবিধা হয়েছে। এখন মানুষ সচেতন হয়েছে। সুফল পেতে শুরু করেছে। চাহিদাও বেড়েছে। শার্শার ইউএনও পুলক কুমার মন্ডল শার্শা ইউনিয়ন পরিষদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

সর্বশেষ খবর